সূর্যমুখী ফুল চাষে আগ্রহ বাড়ছে কৃষকের
কিশোরগঞ্জের মিঠামইনে জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী ফুল চাষ। উৎপাদন খরচ কম ও বীজের চাহিদা থাকায় অনেকেই আগ্রহী হচ্ছেন সূর্যমুখী আবাদে। উপজেলা কৃষি অফিস বলছে, চলতি বছর উপজেলায় ১০০ বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে, অথচ আগে হতো না। এবার ফলন ভালো হওয়ায় কৃষকেরাও খুশি।