সুরক্ষার জন্য এসে সংক্রমিত হওয়ার ঝুঁকি
পুরুষ টিকা কেন্দ্রের সামনে লাইন দেখা গেলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। নারী টিকাকেন্দ্রের সামনে স্বাস্থ্যবিধির কেউ তোয়াক্কা করছে না। প্রায় সবার মুখে মাস্ক থাকলেও মানছেন না সামাজিক দূরত্ব। নেই কোনো সুনির্দিষ্ট লাইন বা কার্ড জমা নেওয়ার সারি। টিকা কার্ড জমা নেওয়া বুথের সামনে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকছ