Ajker Patrika

কালিয়াকৈরে করোনায় চারদিনের ব্যবধানে দুই সহোদরের মৃত্যু

প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
কালিয়াকৈরে করোনায় চারদিনের ব্যবধানে দুই সহোদরের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে চারদিনের ব্যবধানে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২৯ জুন) বিকেল ৩টায় ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ছোট ভাই মো.শহীদ (৪৫)। চারদিনের ব্যবধানে আজ শনিবার (৩ জুলাই) শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল সাড়ে পাঁচটায় মারা যান বড় ভাই মামুন (৫০)।

কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল হাসপাতালে গত ২৮ জুন ছোট ভাই মো.শহীদ ভর্তি হন। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। নমুনার রিপোর্ট আসার আগেই তাঁর মৃত্যু হয়। পরে রিপোর্টে দেখা যায়, তিনি করোনা পজিটিভ ছিলেন। বড় ভাইয়ের করোনা উপসর্গ দেখা দিলে তিনিও করোনা পরীক্ষা করান। তাঁর রিপোর্টও পজিটিভ আসে। করোনা পজিটিভ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। আজ শনিবার (৩ জুলাই) তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট ভাই মো.শহীদ কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ইতালি বাজারে কাপড়ের ব্যবসা করতেন। আর বড় ভাই মামুন একই বাজারে ওষুধের ব্যবসা করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত