পাওনা টাকা চাওয়ায় কনস্টেবল মনিরুলকে গুলি করেন কাওছার, দাবি ভগ্নিপতির
মনিরুলের ভগ্নীপতি আনিছুর রহমান বলেন, ‘কাওছার নামে যে পুলিশ সদস্য মনিরুলকে গুলি করেছে, তার কাছে হাওলাদ টাকা পাওনা ছিল মনিরুলের। টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে এ কাজ করেন কাওছার। এ কথা বলার পর উপস্থিত লোকজন আনিছুরকে থামিয়ে দেন। প্রমাণ ছাড়া এসব বলা ঠিক হবে না বলে আনিছুরকে আর কিছু বলতে নিষেধ করেন তারা। পরে তিন