সবাই গাইবে প্রিয়দের গান
প্রতিটি শিল্পী কাউকে না কাউকে দিয়ে অনুপ্রাণিত। রক গানের ক্ষেত্রে তো কথাই নেই। বেশির ভাগ রকশিল্পী ছোটবেলা থেকে অনুসরণ করেন পশ্চিমা ব্যান্ড ও শিল্পীদের। কনসার্টে মৌলিক গান গাওয়ার পাশাপাশি প্রিয় ব্যান্ড কিংবা প্রিয় শিল্পীর গানও কাভার করেন অনেকে। বাংলাদেশে এবার এমন একটি কনসার্ট হতে চলেছে, যেখানে ‘কাভার’