Ajker Patrika

‘ব্যয় সাশ্রয়ী’ সম্মেলন করবে ঢাবি ছাত্রলীগ, হবে না কনসার্ট

ঢাবি প্রতিনিধি
‘ব্যয় সাশ্রয়ী’ সম্মেলন করবে ঢাবি ছাত্রলীগ, হবে না কনসার্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কারণে ব্যয় সাশ্রয়ী সম্মেলন করার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। একইসঙ্গে ‘সম্মেলন কনসার্ট’ না করার ঘোষণা দিয়েছে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ঢাবি শাখা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সাদ্দাম হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন। তাই আমরা যতটুকু সাজসজ্জা করা প্রয়োজন, মঞ্চ সাজানো প্রয়োজন তার বাইরে কোনো আড়ম্বরতার দিকে যাব না। জ্বালানি সাশ্রয় ও ব্যয় সাশ্রয় এক সম্মেলন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর।’ 

সাদ্দাম হোসেন আরও বলেন, ‘ঢাবি শাখার সম্মেলন থেকে যে স্লোগান তৈরি হবে সেটা হবে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার স্লোগান। আমরা সেদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখ হাসিনার একটি রাজনৈতিক মেসেজ দিতে চাই।’ 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। 

সনজিত চন্দ্র দাস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপদান, ডাকসু নির্বাচন আয়োজন, শিক্ষা পরিবেশ সমুন্নত রাখা, প্রশ্নফাঁস রোধ, আবাসন সংকট নিরসন, লাইব্রেরির সমস্যাসমূহ নিরসন, খাদ্যের মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পার্টটাইম কাজের সুযোগ প্রদান, উচ্চ শিক্ষার জন্য শিক্ষাঋণ প্রকল্প গ্রহণসহ প্রাসঙ্গিক পদক্ষেপ গ্রহণে বিশ্ববিদ্যালয়কে উদ্যোগী করতে নিরলস চেষ্টা করেছি।’ 

আগামী ৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান সনজিত। 

এ ছাড়া সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবে বলেও জানান তিনি। 

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও তার অন্তর্গত বিভিন্ন হল, অনুষদ ও ইনস্টিটিউটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত