ঢাবি প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কারণে ব্যয় সাশ্রয়ী সম্মেলন করার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। একইসঙ্গে ‘সম্মেলন কনসার্ট’ না করার ঘোষণা দিয়েছে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ঢাবি শাখা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সাদ্দাম হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন। তাই আমরা যতটুকু সাজসজ্জা করা প্রয়োজন, মঞ্চ সাজানো প্রয়োজন তার বাইরে কোনো আড়ম্বরতার দিকে যাব না। জ্বালানি সাশ্রয় ও ব্যয় সাশ্রয় এক সম্মেলন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর।’
সাদ্দাম হোসেন আরও বলেন, ‘ঢাবি শাখার সম্মেলন থেকে যে স্লোগান তৈরি হবে সেটা হবে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার স্লোগান। আমরা সেদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখ হাসিনার একটি রাজনৈতিক মেসেজ দিতে চাই।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।
সনজিত চন্দ্র দাস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপদান, ডাকসু নির্বাচন আয়োজন, শিক্ষা পরিবেশ সমুন্নত রাখা, প্রশ্নফাঁস রোধ, আবাসন সংকট নিরসন, লাইব্রেরির সমস্যাসমূহ নিরসন, খাদ্যের মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পার্টটাইম কাজের সুযোগ প্রদান, উচ্চ শিক্ষার জন্য শিক্ষাঋণ প্রকল্প গ্রহণসহ প্রাসঙ্গিক পদক্ষেপ গ্রহণে বিশ্ববিদ্যালয়কে উদ্যোগী করতে নিরলস চেষ্টা করেছি।’
আগামী ৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান সনজিত।
এ ছাড়া সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও তার অন্তর্গত বিভিন্ন হল, অনুষদ ও ইনস্টিটিউটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কারণে ব্যয় সাশ্রয়ী সম্মেলন করার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। একইসঙ্গে ‘সম্মেলন কনসার্ট’ না করার ঘোষণা দিয়েছে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ঢাবি শাখা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সাদ্দাম হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন। তাই আমরা যতটুকু সাজসজ্জা করা প্রয়োজন, মঞ্চ সাজানো প্রয়োজন তার বাইরে কোনো আড়ম্বরতার দিকে যাব না। জ্বালানি সাশ্রয় ও ব্যয় সাশ্রয় এক সম্মেলন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর।’
সাদ্দাম হোসেন আরও বলেন, ‘ঢাবি শাখার সম্মেলন থেকে যে স্লোগান তৈরি হবে সেটা হবে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার স্লোগান। আমরা সেদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখ হাসিনার একটি রাজনৈতিক মেসেজ দিতে চাই।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।
সনজিত চন্দ্র দাস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপদান, ডাকসু নির্বাচন আয়োজন, শিক্ষা পরিবেশ সমুন্নত রাখা, প্রশ্নফাঁস রোধ, আবাসন সংকট নিরসন, লাইব্রেরির সমস্যাসমূহ নিরসন, খাদ্যের মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পার্টটাইম কাজের সুযোগ প্রদান, উচ্চ শিক্ষার জন্য শিক্ষাঋণ প্রকল্প গ্রহণসহ প্রাসঙ্গিক পদক্ষেপ গ্রহণে বিশ্ববিদ্যালয়কে উদ্যোগী করতে নিরলস চেষ্টা করেছি।’
আগামী ৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান সনজিত।
এ ছাড়া সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও তার অন্তর্গত বিভিন্ন হল, অনুষদ ও ইনস্টিটিউটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করে ডাকাতি করা হয়েছে। এ সময় লুট করা হয়েছে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কালিয়াদহ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে এ ডাকাতি করা হয়।
৬ মিনিট আগেবাসায় উপস্থিত সবার জন্যই আপ্যায়নের চেষ্টা করেছেন আইভী। তিনি নিজের হাতে সবাইকে আপ্যায়নের চেষ্টা করেন। বিস্কুট, কলা, লালমোহন মিষ্টি দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ কর্মকর্তারা এসব খাননি। তাঁরা বলেছেন, ‘অভিযানে এসে খাবার গ্রহণ করাটা ঠিক হবে না।’ তাঁরা কেউই এসব খাবার গ্রহণ করেননি।
৮ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার কেশবপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুর ১২টায় তাঁদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়। তাঁদের জয়পুরহাট থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
১৭ মিনিট আগেদেশে প্রথমবারের মতো শুরু হওয়া যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের অনলাইন প্রশ্নব্যাংক কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
২৭ মিনিট আগে