Ajker Patrika

আনিসা আসছেন ১০ গান নিয়ে

আনিসা আসছেন ১০ গান নিয়ে

কনসার্টের মৌসুম শেষে সংগীতশিল্পীরা এখন স্টুডিওমুখী। ঈদ সামনে রেখে নতুন নতুন গান করছেন তাঁরা। ব্যতিক্রম নন ‘চল নিরালায়’খ্যাত গায়িকা আতিয়া আনিসা। এবার ঈদ উপলক্ষে শ্রোতাদের জন্য নতুন ১০টি গান নিয়ে আসছেন এ কণ্ঠশিল্পী। তবে কবে কোন গানটি প্রকাশ পাবে তা এখনো নিশ্চিত নন তিনি। আনিসা জানান, ইতিমধ্যে ১০টি গানেরই রেকর্ডিংয়ের কাজ শেষ। গানগুলোর সুর করেছেন ইমন সাহা, মুহিন খান, আহমেদ হুমায়ুন, জাহিদ নীরব, মিলন মাহমুদসহ আরও বেশ কয়েকজন সুরকার। গানগুলো লিখেছেন আহমেদ রিজভী, এম এ আলম শুভসহ অনেকে।

নতুন গান প্রসঙ্গে আতিয়া আনিসা বলেন, ‘ঈদকে কেন্দ্র করে সিনেমা, নাটক ও একক—সব মিলিয়ে ১০টি গানের রেকর্ডিংয়ের কাজ শেষ করেছি। প্রতিটি গান অনেক মনোযোগ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। গানগুলোর কথা ও সুর চমৎকার। আশা করা যাচ্ছে, সব গান ঈদের আগে প্রকাশ পাবে। গানগুলো নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

এদিকে আজ আতিয়া আনিসার জন্মদিন। এবারের জন্মদিনের পুরোটা সময়ই পরিবারের সঙ্গে কাটাবেন বলে জানান আনিসা। গত বছর পরাণ সিনেমার ‘চলো নিরালায়’ গানটি সংগীতজীবনের মোড় ঘুরিয়ে দেয় আতিয়া আনিসার। দ্বৈত গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার। এরপর একের পর এক গানে কণ্ঠ দিয়ে যাচ্ছেন আনিসা। মৌলিক ও সিনেমার গানের পাশাপাশি রোজার আগ পর্যন্ত কনসার্ট নিয়েও ব্যস্ত সময় পার করেছেন আনিসা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত