Ajker Patrika

অ্যাশেজের ইউরোপ ট্যুর

অ্যাশেজের ইউরোপ ট্যুর

দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপ মাতাতে যাচ্ছে ব্যান্ড অ্যাশেজ। দেশের বাইরে এর আগে কোনো কনসার্টে গান পরিবেশন করেননি জুনায়েদ ইভান ও তাঁর সতীর্থরা।

অ্যাশেজ তাদের ইউরোপ ট্যুর শুরু করবে ১৬ ডিসেম্বর নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে। বিজয় দিবস উপলক্ষে নেদারল্যান্ডসের কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ডাচ-বাংলা কালচারাল সেন্টার।

এরপর ২৩ ডিসেম্বর জার্মানির ফ্রাঙ্কফুর্টে এবং ২৬ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে কনসার্ট করবে ব্যান্ডটি। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাশেজের দলনেতা-ভোকাল জুনায়েদ ইভান।

কনসার্টগুলোতে অংশ নিতে ইতিমধ্যে নেদারল্যান্ডসে পাড়ি দিয়েছেন ব্যান্ডের সদস্যরা। রওনা দেওয়ার আগে জুনায়েদ ইভান বলেন, ‘প্রথম বিদেশ সফরেই আমাদের ইউরোপ যাত্রা! আয়োজনগুলো প্রবাসী বাঙালিদের জন্য। তাঁদের জন্য গাইতে পারাটা সত্যিই আনন্দের। দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে আমাদের।’

এ মাসের শেষ দিকেই দেশে ফিরবে অ্যাশেজ। দেশে ফিরে ৩০ ডিসেম্বর নেত্রকোনা ও ৩১ ডিসেম্বর মুন্সিগঞ্জে পারফর্ম করবে তারা।

সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে গিয়েছিলেন অ্যাশেজের দলনেতা জুনায়েদ ইভান। স্পটিফাইয়ের কার্যালয় পরিদর্শনের পাশাপাশি এক অনুষ্ঠানে নিজের সংগীতজীবনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন ইভান। লাইভ গান করেন স্পটিফাইয়ের স্টুডিওতে। তাঁকে নিয়ে নির্মাণ করা হয় একটি বিশেষ প্রমোশনাল কনটেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত