লাল কচ্ছপের দ্বীপ
এক লোক সমুদ্রে হঠাৎ ওঠা ঝড়ের কবলে পড়েন। প্রায় ডুবে যাচ্ছিলেন। কিন্তু কীভাবে কীভাবে যেন পাশের এক দ্বীপে আশ্রয় মেলে তাঁর। সেখানে লোকটি বাঁশ দিয়ে ভেলা তৈরি করে বাড়ি ফেরার চেষ্টা করেন। কিন্তু যতবারই চেষ্টা করেন, সমুদ্র থেকে বিশাল এক লাল কচ্ছপ এসে তাঁর ভেলাটি ধ্বংস করে দেয়।