ভাঙারির যন্ত্রণা পর্যটন নগরে
কক্সবাজার শহরের পুরাতন বিমানবন্দর সড়কে থাকা ভাঙারি দোকান উচ্ছেদে উচ্চ আদালতের আদেশ দুই বছরেও কার্যকর হয়নি। এ দিকে এসব দোকান ও প্লাস্টিকবর্জ্য গুঁড়ো করার কারখানার শব্দ ও বায়ুদূষণে শিক্ষার্থী, পর্যটক ও স্থানীয় নাগরিকেরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।