ভারত সরকারের পদ্ম পুরস্কারে চমক, বুদ্ধদেব-সন্ধ্যার প্রত্যাখ্যান
ভারতের প্রয়াত চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, করোনা টিকা তৈরির জন্য কৃষ্ণা ইলা, সুচিত্রা ইলা ও সাইরাস পুনেওয়ালা, ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তবিদ গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই ও মাইক্রোসফটের সিইও সত্য নাদেলাও পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন।