Ajker Patrika

ধর্ষণ অনিবার্য হলে উপভোগ করুন, বিধায়কের অশালীন মন্তব্যে বেকায়দায় কংগ্রেস

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৮: ৩৮
ধর্ষণ অনিবার্য হলে উপভোগ করুন, বিধায়কের অশালীন মন্তব্যে বেকায়দায় কংগ্রেস

ধর্ষণ প্রতিরোধ অসম্ভব হলে নারীদের উপভোগ করার পরামর্শ দেন ভারতের কর্ণাটকের কংগ্রেস বিধায়ক কে আর রমেশ কুমার। গতকাল বৃহস্পতিবার কর্ণাটক বিধানসভায় তাঁর এই মন্তব্যের জেরে গোটা দেশে নিন্দার ঝড় বইতে শুরু করে। 

এদিকে আজ শুক্রবার সকালেই ভারতের কংগ্রেসের পক্ষ থেকে কে আর রমেশ কুমারকে ভর্ৎসনা করা হয়। দল এ ধরনের বেফাঁস মন্তব্য বরদাশত করবে না বলেও দিল্লি থেকে বার্তা যায় দলীয় বিধায়কের কাছে। বিধায়ক রমেশকুমারও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ নিয়ে এ ধরনের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে সামাজিক গণমাধ্যমে লিখেছেন, ভবিষ্যতে শব্দচয়নে তিনি যত্নশীল হবেন। 

কর্ণাটক বিধানসভায় কংগ্রেসের প্রবীণ বিধায়ক নারীদের উদ্দেশে বলেছিলেন, ধর্ষণ যখন অনিবার্য, তখন শুয়ে শুয়ে সুখ উপভোগ করুন। তাঁর এই মন্তব্যের জেরে প্রতিবাদের ঝড় বইতে শুরু করে। শাসক দল বিজেপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এ ধরনের মন্তব্যের কড়া সমালোচনা করে। 

দিল্লিতে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, কংগ্রেস মোটেই এ ধরনের মন্তব্যকে সমর্থন করে না। দলের সমস্ত স্তরের নেতাদের ভাষা সংযত করারও পরামর্শ দেন তিনি। 

রমেশকুমার নিজেও সামাজিক গণমাধ্যমে ক্ষমা চেয়েছেন। একসময় বিধানসভার অধ্যক্ষ ছিলেন তিনি নিজে। কৃষকদের নিয়ে আলোচনার সময় তাঁর মতো অভিজ্ঞ বিধায়ক নিজেকে অনুতপ্ত বলেও মন্তব্য করেছেন। বিধানসভার বর্তমান স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি জানিয়েছেন, অধিবেশনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কিছুই তিনি বরদাশত করবেন না। তবে বিধায়কদের সংখ্যাগরীষ্ঠ মহলের সঙ্গে কথা বলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও এদিন জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত