কলকাতা প্রতিনিধি
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের মুখ। তাঁকে সামনে রেখেই নির্বাচনে লড়বে কংগ্রেস। তবে তিনি ভোটে লড়বেন কি না সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই।
ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের দায়িত্বে রয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী । গোটা রাজ্যে বহুদিন ধরে চষে বেড়াচ্ছেন তিনি।
আজ শুক্রবার দাদা, সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রিয়াঙ্কা। সেখানে তিনি নিজেই উসকে দেন উত্তর প্রদেশে তিনিই দলকে ভোটেও নেতৃত্ব দেবেন।
এক সময় পণ্ডিত জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী-সহ কংগ্রেস নেতাদের খাসতালুক উত্তর প্রদেশ বিধানসভার নির্বাচনে নিজেদের হারানো জমি ফিরে পেতে চায় কংগ্রেস। বিজেপি শাসিত রাজ্যে বর্তমানে তাঁরা শক্তির বিচারে চার নম্বরে।
বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও বহুজন সমাজ পার্টির সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীর বিকল্প হিসেবে উঠে এলেন প্রিয়াঙ্কা।
উত্তর প্রদেশ জয়ে কংগ্রেসের ভরসা নারী ভোট। তাঁদের স্লোগানই হচ্ছে, ‘লাড়কি হুঁ, লড় শক্তি হুঁ’। অর্থাৎ নারী হলেও লড়তে জানি।
এদিন রাহুল-প্রিয়াঙ্কা সাংবাদিকদের সামনে দাবি করেন, কংগ্রেস ক্ষমতায় এলে বেকারদের কর্মসংস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। নির্দিষ্ট পরিকল্পনা নেমে কর্মসংস্থানের।
তবে কংগ্রেসের ক্ষমতায় ফেরার কোনো রাস্তাই নেই বলে রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করেন। তাঁদের মতে, এবার লড়াই হবে বিজেপির সঙ্গে সমাজবাদী পার্টির।
উত্তর প্রদেশে ৭ দফায় ভোট শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি ও ভোট চলবে ৭ মার্চ পর্যন্ত। গণনা পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ার ভোটগ্রহণ শেষে ১০ মার্চ।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের মুখ। তাঁকে সামনে রেখেই নির্বাচনে লড়বে কংগ্রেস। তবে তিনি ভোটে লড়বেন কি না সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই।
ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের দায়িত্বে রয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী । গোটা রাজ্যে বহুদিন ধরে চষে বেড়াচ্ছেন তিনি।
আজ শুক্রবার দাদা, সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রিয়াঙ্কা। সেখানে তিনি নিজেই উসকে দেন উত্তর প্রদেশে তিনিই দলকে ভোটেও নেতৃত্ব দেবেন।
এক সময় পণ্ডিত জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী-সহ কংগ্রেস নেতাদের খাসতালুক উত্তর প্রদেশ বিধানসভার নির্বাচনে নিজেদের হারানো জমি ফিরে পেতে চায় কংগ্রেস। বিজেপি শাসিত রাজ্যে বর্তমানে তাঁরা শক্তির বিচারে চার নম্বরে।
বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও বহুজন সমাজ পার্টির সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীর বিকল্প হিসেবে উঠে এলেন প্রিয়াঙ্কা।
উত্তর প্রদেশ জয়ে কংগ্রেসের ভরসা নারী ভোট। তাঁদের স্লোগানই হচ্ছে, ‘লাড়কি হুঁ, লড় শক্তি হুঁ’। অর্থাৎ নারী হলেও লড়তে জানি।
এদিন রাহুল-প্রিয়াঙ্কা সাংবাদিকদের সামনে দাবি করেন, কংগ্রেস ক্ষমতায় এলে বেকারদের কর্মসংস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। নির্দিষ্ট পরিকল্পনা নেমে কর্মসংস্থানের।
তবে কংগ্রেসের ক্ষমতায় ফেরার কোনো রাস্তাই নেই বলে রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করেন। তাঁদের মতে, এবার লড়াই হবে বিজেপির সঙ্গে সমাজবাদী পার্টির।
উত্তর প্রদেশে ৭ দফায় ভোট শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি ও ভোট চলবে ৭ মার্চ পর্যন্ত। গণনা পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ার ভোটগ্রহণ শেষে ১০ মার্চ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে আজ মঙ্গলবার (১৩ মে) একটি কৌশলগত অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রায় ১৪২ বিলিয়ন ডলার সমমূল্যের অস্ত্র চুক্তি।
৪ ঘণ্টা আগে২০১৬ সালের অক্টোবরে প্যারিসে এক ভয়াবহ ডাকাতির শিকার হন মার্কিন রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান। সেই ঘটনার বিচারে চলমান মামলায় আজ মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। আদালতে কিম জানান, ঘটনার সময় তিনি নিশ্চিত ছিলেন, তাঁকে ধর্ষণ ও হত্যা করা হবে।
৫ ঘণ্টা আগেনির্দোষ হয়েও প্রায় চার দশক ধরে জেল খাটছেন পিটার সুলিভান। শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। ধারণা করা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম ভুল রায়। ১৯৮৭ সালে ২১ বছর বয়সী ডায়ান সিনডালকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলিভান।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।
৬ ঘণ্টা আগে