Ajker Patrika

আইন করে সবার খাদ্য অধিকার নিশ্চিতের দাবি

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১১: ৪৪
আইন করে সবার খাদ্য অধিকার নিশ্চিতের দাবি

আইন করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের খাদ্য অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে খাদ্য অধিকারবিষয়ক আঞ্চলিক কংগ্রেস। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে আয়োজিত কংগ্রেসে এ দাবি জানানো হয়।

বেসরকারি সংস্থা পরিবর্তন, ফুড সিকিউরিটি নেটওয়ার্ক (খানি) এবং দুর্ভিক্ষ ও ত্রাণবিষয়ক সংস্থা ব্রোট ফার ডাই ওয়েল্ট এই কংগ্রেসের আয়োজন করে।

বক্তারা বলেন, করোনাসংকটে নিম্ন আয়ের মানুষ খাদ্যসংকটে পড়েছে। দেশে খাদ্য উৎপাদন বেড়েছে, আমদানি বেড়েছে, আবার বাজারে দামও বেড়েছে। ফলে একশ্রেণির মানুষ খাদ্যসংকটে পড়ছে। এ অবস্থায় খাদ্য অধিকারবিষয়ক আইন করে সবার খাদ্য নিশ্চিত করতে হবে। নইলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে বলে বক্তারা উল্লেখ করেন।

এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী। সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম। সঞ্চালনা করেন পরিবর্তনের নির্বাহী পরিচালক রাশেদ ইবনে ওবাইদ রিপন।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আ ন ম ওয়াহিদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক এম কে নোমান ও জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবু।

কংগ্রেস থেকে জনগণের খাদ্যপ্রাপ্তির বিষয়টিকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতির পাশাপাশি সব মানুষের জন্য খাদ্য পর্যাপ্ততা নিশ্চিত এবং খাদ্য প্রাপ্তির অধিকারকে রাষ্ট্রীয় দান বা সেবামূলক কর্মসূচির পরিবর্তে ‘অধিকার’ হিসেবে স্বীকৃতির দাবি জানানো হয়। এ ছাড়া কৃষকের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা, নগদ অর্থ সহায়তা, কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে জাতীয় মূল্য কমিশন গঠন, শস্যবিমা চালু করা, মৌসুমভিত্তিক শস্য ঋণ, নারী কৃষকদের স্বীকৃতি, নারীদের মাধ্যমে বীজ ব্যাংক গঠন, পারিবারিক কৃষিতে সহায়তা এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে এ বিষয়ে তরুণদের যুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবিও জানানো হয়।

কংগ্রেসে সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, বিষয়গুলো তিনি সরকারের নীতিনির্ধারণী মহলে তুলে ধরবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত