
২০২৩ বিশ্বকাপের আগে থেকেই শচীন টেন্ডুলকারের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডকে তাড়া করছিলেন বিরাট কোহলি। শচীনকে অনেকবার ছোঁয়ার কাছাকাছি গিয়েও সফল হতে পারেননি কোহলি। অবশেষে জন্মদিনের দিনই কোহলি ছুঁয়েছেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে। রেকর্ড গড়া সেঞ্চুরির পরই কোহলিকে অভিনন্দন জানিয়েছেন শচীন।

ভারত, দক্ষিণ আফ্রিকা দুটো দলেরই এরই মধ্যে ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। নেট রানরেটে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও ম্যাচ বেশি জেতায় পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। কলকাতার ইডেন গার্ডেনসে আজ দক্ষিণ আফ্রিকার কাছে রয়েছে শীর্ষে ওঠার সুযোগ। প্রোটিয়াদের ৩২৭ রানের লক্ষ্য দিয়েছে ভারত।

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে পাকিস্তানকে গতকাল বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হতো। দুর্দান্ত এক জয়ে সেমির আশা টিকিয়ে রেখেছে পাকিস্তান। এমন দুর্দান্ত জয়ের দিনও বাবর আজমের দলকে শুনতে হলো দুঃসংবাদ।

লক্ষ্য সেমিফাইনাল-এই কথাটা ২০২৩ বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল রেকর্ডারের মতো বাজিয়ে বলেছিল। কিন্তু সেমি তো দূরে থাক, সবার আগে তাদেরই বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যায়। এখন তো শঙ্কা জেগেছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়েও। তবে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে এই ব্যাপারে এখনো আশাবাদী।