রিয়াদরা কেন খেলা ছাড়তে চান না, প্রশ্ন সুজনের
খেলোয়াড়ি জীবনে একদিন না একদিন কাউকে বিদায় বলতেই হয়। আজ হোক বা কাল, ক্যারিয়ারে যতি চিহ্ন দিতেই হয়। বাংলাদেশের ক্রিকেটাররা যেন এ জায়গাতেই একটু ব্যতিক্রম। খালেদ মাহমুদ সুজন তাই প্রশ্ন রেখেছেন, খেলা ছাড়ার ঘোষণা দিতে ক্রিকেটাররা কেন দ্বিধায় ভোগেন।