Ajker Patrika

সাকিবকে অভিনন্দন জানিয়েছেন লিটন 

সাকিবকে অভিনন্দন জানিয়েছেন লিটন 

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌঁড়ে সাকিব আল হাসানের সঙ্গে ছিলেন লিটন দাস। শেষ পর্যন্ত সাকিবই হয়েছেন ওয়ানডের অধিনায়ক। পুনরায় ওয়ানডে অধিনায়ক হওয়া সাকিবকে অভিনন্দন জানিয়েছেন। 

২০২৩ এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের অধিনায়ক থাকছেন সাকিব। গুলশানে নিজের বাসভবনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ দুপুরে সেটা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। সাকিবকে অভিনন্দন জানিয়ে লিটন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘অভিনন্দন সাকিব ভাই। আপনার নেতৃত্বে সামনের টুর্নামেন্টগুলোতে আমরা সেরা ক্রিকেট খেলব আশা করি।’ 

ওয়ানডেতে সর্বশেষ ২০১৭ সালে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। সাকিবের নেতৃত্বে ওয়ানডেতে ৫০ ম্যাচ খেলে ২৩ ম্যাচে জিতেছে বাংলাদেশ। ২০১১ সালে ঘরের মাঠে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। সেবার গ্রুপ পর্বেই বাদ পড়ে গিয়েছিল বাংলাদেশ। ৩টি করে ম্যাচ জিতেছিল ও হেরেছিল বাংলাদেশ। 

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব খেলছেন গল টাইটানসের হয়ে। এখন পর্যন্ত খেলেছেন ৫ ম্যাচ। ৪ ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন ৭০ রান। গড় ১৭.৫০ ও স্ট্রাইক রেট ১২৫। বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন ৭.০৫ ইকোনমিতে। তার আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেলেছেন তিনি। ৪ ম্যাচ খেলে ২৫.৫০ গড় ও ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ১০২ রান। ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত