বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক এখন সাকিব আল হাসান। টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে তো সাকিব আছেনই। তাঁর কাঁধে আজ উঠল ওয়ানডে দলের গুরুদায়িত্ব।
ওয়ানডেতে সর্বশেষ সাকিব নেতৃত্ব দিয়েছেন ২০১৭ সালে। তার নেতৃত্বে ওয়ানডেতে বাংলাদেশ ৫০ ম্যাচ খেলে জিতেছে ২৩ ম্যাচ, হেরেছে ২৬ ম্যাচ ও ১ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে পূর্ণ মেয়াদে তিনি এই সংস্করণে তিনি অধিনায়কত্ব করেন আরও ৮ বছর আগে। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত পূর্ণ মেয়াদে অধিনায়ক ছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেই সাকিবের শুরু হয় এই সংস্করণে অধিনায়কত্ব। এই সিরিজে অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা ও তাঁর ডেপুটি ছিলেন সাকিব। মাশরাফি চোটে পড়ায় নেতৃত্বভার উঠেছে সাকিবের কাঁধে। নেতৃত্ব পেয়ে প্রথমবারেই বাজিমাত করেন সাকিব। উইন্ডিজকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ১৩৫ রান ও ২ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজসেরা। এরপর একই বছরে সাকিবের নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই সিরিজেই জিতেছে বাংলাদেশ।
সাকিবের নেতৃত্বে ওয়ানডেতে বাংলাদেশ বড় সাফল্য পায় ২০১০ সালে। ২০১০ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর চোটে পড়ায় ২০১১ বিশ্বকাপে খেলতে পারেননি মাশরাফি। বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্বভার উঠেছিল সাকিবের কাঁধেই। তবে এই বিশ্বকাপে গ্রুপ পর্বেই বাদ পড়ে বাংলাদেশ। ৩টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে বাংলাদেশ। যার মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ ও ৭৮ রানে অলআউট হওয়ার তিক্ত অভিজ্ঞতা। একই বছর সাকিবের নেতৃত্বে বাংলাদেশ যায় জিম্বাবুয়ে সফরে। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বও সাকিব পালন করেছিলেন। ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এই ম্যাচে হেরে যায় বাংলাদেশ। একই বছর পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নেতৃত্ব দেন সাকিব। ৭৯ রানে জিতে ১৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। আর ২০১৭ তে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে অধিনায়ক ছিলেন সাকিব। ডাবলিনের ম্যালাহাইডে এই ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।
সাকিবের নেতৃত্বে ওয়ানডেতে বাংলাদেশ:
ম্যাচ জয় পরাজয় ফল হয়নি
৫০ ২৩ ২৬ ১
বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক এখন সাকিব আল হাসান। টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে তো সাকিব আছেনই। তাঁর কাঁধে আজ উঠল ওয়ানডে দলের গুরুদায়িত্ব।
ওয়ানডেতে সর্বশেষ সাকিব নেতৃত্ব দিয়েছেন ২০১৭ সালে। তার নেতৃত্বে ওয়ানডেতে বাংলাদেশ ৫০ ম্যাচ খেলে জিতেছে ২৩ ম্যাচ, হেরেছে ২৬ ম্যাচ ও ১ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে পূর্ণ মেয়াদে তিনি এই সংস্করণে তিনি অধিনায়কত্ব করেন আরও ৮ বছর আগে। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত পূর্ণ মেয়াদে অধিনায়ক ছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেই সাকিবের শুরু হয় এই সংস্করণে অধিনায়কত্ব। এই সিরিজে অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা ও তাঁর ডেপুটি ছিলেন সাকিব। মাশরাফি চোটে পড়ায় নেতৃত্বভার উঠেছে সাকিবের কাঁধে। নেতৃত্ব পেয়ে প্রথমবারেই বাজিমাত করেন সাকিব। উইন্ডিজকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ১৩৫ রান ও ২ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজসেরা। এরপর একই বছরে সাকিবের নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই সিরিজেই জিতেছে বাংলাদেশ।
সাকিবের নেতৃত্বে ওয়ানডেতে বাংলাদেশ বড় সাফল্য পায় ২০১০ সালে। ২০১০ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর চোটে পড়ায় ২০১১ বিশ্বকাপে খেলতে পারেননি মাশরাফি। বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্বভার উঠেছিল সাকিবের কাঁধেই। তবে এই বিশ্বকাপে গ্রুপ পর্বেই বাদ পড়ে বাংলাদেশ। ৩টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে বাংলাদেশ। যার মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ ও ৭৮ রানে অলআউট হওয়ার তিক্ত অভিজ্ঞতা। একই বছর সাকিবের নেতৃত্বে বাংলাদেশ যায় জিম্বাবুয়ে সফরে। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বও সাকিব পালন করেছিলেন। ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এই ম্যাচে হেরে যায় বাংলাদেশ। একই বছর পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নেতৃত্ব দেন সাকিব। ৭৯ রানে জিতে ১৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। আর ২০১৭ তে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে অধিনায়ক ছিলেন সাকিব। ডাবলিনের ম্যালাহাইডে এই ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।
সাকিবের নেতৃত্বে ওয়ানডেতে বাংলাদেশ:
ম্যাচ জয় পরাজয় ফল হয়নি
৫০ ২৩ ২৬ ১
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
৭ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
৮ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
১০ ঘণ্টা আগে