লেগ স্পিন সামলাতে হাথুরুর যত কৌশল
‘সন্ধান দিন’ শিরোনামে লেগ স্পিনার চেয়ে চন্ডিকা হাথুরুসিংহে যদি পত্রিকায় বিজ্ঞাপন দেন, অবাক হওয়ার কিছু থাকবে না! তিনি নিজেও একাধিকবার বলেছেন, ‘আমি একজন ভালো মানের লেগ স্পিনার খুঁজছি।’ কদিন আগে বিসিবির অন্য কোচদের সঙ্গে বসে তিনি একই চাহিদার কথা জানিয়েছেন।