নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘সন্ধান দিন’ শিরোনামে লেগ স্পিনার চেয়ে চন্ডিকা হাথুরুসিংহে যদি পত্রিকায় বিজ্ঞাপন দেন, অবাক হওয়ার কিছু থাকবে না! তিনি নিজেও একাধিকবার বলেছেন, ‘আমি একজন ভালো মানের লেগ স্পিনার খুঁজছি।’ কদিন আগে বিসিবির অন্য কোচদের সঙ্গে বসে তিনি একই চাহিদার কথা জানিয়েছেন। দলে লেগ স্পিনার না থাকলেও নানা জায়গা থেকে লেগ স্পিনার নিয়ে এসে বাংলাদেশ দলের ব্যাটারদের প্রস্তুত করছেন হাথুরু।
বিশ্বকাপ ও এশিয়া কাপে বাংলাদেশ ছাড়া সব দলেই আছেন লেগ স্পিনার কিংবা চায়নাম্যান বোলার। এশিয়া কাপে বাংলাদেশের ‘বি’ গ্রুপে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রথম রাউন্ডের দুই ম্যাচেই ওয়ানিন্দু হাসারাঙ্গা ও রশিদ খানের মতো বিশ্বমানের লেগ স্পিন মোকাবিলা করতে হবে লিটন দাস-তাওহীদ হৃদয়দের। তাঁদের মোকাবিলায় আগাম প্রস্তুতি স্বরূপ দেশের বিভিন্ন জেলা ও একাডেমি থেকে পাঁচজন লেগ স্পিনারকে ক্যাম্পে বোলিং করার জন্য নিয়ে আসে টিম ম্যানেজমেন্ট। অনুশীলন ক্যাম্পের শুরু থেকেই নেট বোলার হিসেবে আছেন ভারতীয় লেগ স্পিনার কারাপ্পাক জিয়াস। যিনি জোরের সঙ্গে দুর্দান্ত গুগলি করতে পারেন।
পাওয়ার প্লেতে লেগ স্পিনার মোকাবিলা, জোরে বোলিং, গুগলি, চায়নাম্যান ও নতুন বলে লেগ স্পিন খেলিয়ে মোহাম্মদ নাঈম-তানজিদ হাসান তামিমদের প্রস্তুত করছেন হাথুরু। রংপুর থেকে আসা অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার শাইখ ইমতিয়াজ নেটে নিজের বোলিং অভিজ্ঞতা নিয়ে বলছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে অনেক ধরনের বোলারকে মোকাবিলা করতে হয়। বাংলাদেশ দলের কোচও সেটি মোকাবিলার করার জন্য আমাদের নিয়ে এসেছেন। আমাকে নিয়ে এসেছেন গুগলি বেশি করতে, লেগ স্পিন তো আছেই। কাউকে নিয়ে এসেছেন জোর গতিতে বল করতে। কাউকে চায়নাম্যান করাতে। কেউ আবার জোরে বোলিং করবে এবং নতুন বলে বোলিং করবে। এরকম ভিন্ন পরিকল্পনা থাকে কোচের। সেগুলো নিয়েই কাজ করছেন।’
কক্সবাজারের একটি একাডেমি থেকে নিয়ে আসা হয়েছে লেগ স্পিনার নোমান ইবনে জামালকে। দেশের ক্রিকেটের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বড় ছেলে বাঁহাতি রিস্ট স্পিনার নুহায়েল সানদীদ বোলিং করছেন নাঈম শেখদের বিপক্ষে। বিশ্বকাপ ও এশিয়া কাপে কুলদীপ যাদবের মতো চায়নাম্যান বোলারকে মোকাবিলার প্রাথমিক প্রস্তুতিও বলা চলে এটি।
২১ বছরের মেহেদী হাসান সোহাগকেও নেটে বল করতে দেখা গেছে নিয়মিত। এই লেগ স্পিনার বলেন, ‘নতুন বল এবং পাওয়ার প্লেতে বোলিং করেছি। ভিন্ন ভিন্ন পরিস্থিতে বোলিং করেছি আমরা। ব্যাটাররা যেন নিজেদের প্রস্তুত করতে পারেন।’
‘সন্ধান দিন’ শিরোনামে লেগ স্পিনার চেয়ে চন্ডিকা হাথুরুসিংহে যদি পত্রিকায় বিজ্ঞাপন দেন, অবাক হওয়ার কিছু থাকবে না! তিনি নিজেও একাধিকবার বলেছেন, ‘আমি একজন ভালো মানের লেগ স্পিনার খুঁজছি।’ কদিন আগে বিসিবির অন্য কোচদের সঙ্গে বসে তিনি একই চাহিদার কথা জানিয়েছেন। দলে লেগ স্পিনার না থাকলেও নানা জায়গা থেকে লেগ স্পিনার নিয়ে এসে বাংলাদেশ দলের ব্যাটারদের প্রস্তুত করছেন হাথুরু।
বিশ্বকাপ ও এশিয়া কাপে বাংলাদেশ ছাড়া সব দলেই আছেন লেগ স্পিনার কিংবা চায়নাম্যান বোলার। এশিয়া কাপে বাংলাদেশের ‘বি’ গ্রুপে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রথম রাউন্ডের দুই ম্যাচেই ওয়ানিন্দু হাসারাঙ্গা ও রশিদ খানের মতো বিশ্বমানের লেগ স্পিন মোকাবিলা করতে হবে লিটন দাস-তাওহীদ হৃদয়দের। তাঁদের মোকাবিলায় আগাম প্রস্তুতি স্বরূপ দেশের বিভিন্ন জেলা ও একাডেমি থেকে পাঁচজন লেগ স্পিনারকে ক্যাম্পে বোলিং করার জন্য নিয়ে আসে টিম ম্যানেজমেন্ট। অনুশীলন ক্যাম্পের শুরু থেকেই নেট বোলার হিসেবে আছেন ভারতীয় লেগ স্পিনার কারাপ্পাক জিয়াস। যিনি জোরের সঙ্গে দুর্দান্ত গুগলি করতে পারেন।
পাওয়ার প্লেতে লেগ স্পিনার মোকাবিলা, জোরে বোলিং, গুগলি, চায়নাম্যান ও নতুন বলে লেগ স্পিন খেলিয়ে মোহাম্মদ নাঈম-তানজিদ হাসান তামিমদের প্রস্তুত করছেন হাথুরু। রংপুর থেকে আসা অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার শাইখ ইমতিয়াজ নেটে নিজের বোলিং অভিজ্ঞতা নিয়ে বলছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে অনেক ধরনের বোলারকে মোকাবিলা করতে হয়। বাংলাদেশ দলের কোচও সেটি মোকাবিলার করার জন্য আমাদের নিয়ে এসেছেন। আমাকে নিয়ে এসেছেন গুগলি বেশি করতে, লেগ স্পিন তো আছেই। কাউকে নিয়ে এসেছেন জোর গতিতে বল করতে। কাউকে চায়নাম্যান করাতে। কেউ আবার জোরে বোলিং করবে এবং নতুন বলে বোলিং করবে। এরকম ভিন্ন পরিকল্পনা থাকে কোচের। সেগুলো নিয়েই কাজ করছেন।’
কক্সবাজারের একটি একাডেমি থেকে নিয়ে আসা হয়েছে লেগ স্পিনার নোমান ইবনে জামালকে। দেশের ক্রিকেটের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বড় ছেলে বাঁহাতি রিস্ট স্পিনার নুহায়েল সানদীদ বোলিং করছেন নাঈম শেখদের বিপক্ষে। বিশ্বকাপ ও এশিয়া কাপে কুলদীপ যাদবের মতো চায়নাম্যান বোলারকে মোকাবিলার প্রাথমিক প্রস্তুতিও বলা চলে এটি।
২১ বছরের মেহেদী হাসান সোহাগকেও নেটে বল করতে দেখা গেছে নিয়মিত। এই লেগ স্পিনার বলেন, ‘নতুন বল এবং পাওয়ার প্লেতে বোলিং করেছি। ভিন্ন ভিন্ন পরিস্থিতে বোলিং করেছি আমরা। ব্যাটাররা যেন নিজেদের প্রস্তুত করতে পারেন।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে