আসছে গরম যাবেন কোথায়
কখন কোথায় ঘুরতে যাবেন, সেটা জানা থাকা জরুরি। ভ্রমণে গিয়ে যদি প্রকৃতির আসল সৌন্দর্যই উপভোগ করতে না পারেন, তাহলে অর্থ, সময় আর শক্তি সবই বৃথা। বিভিন্ন এয়ারলাইন ও ট্যুর এজেন্ট বাজেট ভ্রমণের প্যাকেজ দিয়ে থাকে। অনলাইনে একটু খুঁজলেই সেগুলো পেয়ে যাবেন।