দীর্ঘ সময় ধরেই লাভ করতে পারছিল না শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন। তাই এটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির সরকার। কিন্তু প্রতিষ্ঠানটির ১২০ কোটি ডলারের দায় থাকায় কোনো পক্ষই কিনতে আগ্রহ দেখাচ্ছিল না। এই অবস্থায় ৫১ কোটি ডলারের দায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছে দেশটির সরকার।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজ ওয়্যার ও দ্য এডিশনের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ মার্চ শ্রীলঙ্কার মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ৫১ কোটি ডলারের দায় চলে যাবে সরকারের কাঁধে। সোজা ভাষায় বললে, কোনো ক্রেতা কিনতে চাইলে তাদের এই পরিমাণ দায় গ্রহণ করতে হবে না অথবা শ্রীলঙ্কা সরকার এই দায় পরিশোধ করে দেবে।
নিকট অতীতে পরিচালনাগত সমস্যায় সৃষ্ট যাত্রীদের গুরুতর অসুবিধার কারণে তীব্র সমালোচনার সম্মুখীন হয় শ্রীলঙ্কান এয়ারলাইনস। এরপর দেশটির প্রেসিডেন্টের প্রস্তাবের ভিত্তিতে সরকার ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে এয়ারলাইনসটির মোট ১২০ কোটি ডলার ঋণ থেকে ৫১ কোটি ডলার শোধ করার জন্য তহবিল বরাদ্দ দেয়।
এ বিষয়ে শ্রীলঙ্কার বিমান পরিবহন মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা বলেন, সরকার জাতীয় এয়ারলাইনসের ৫১ কোটি ডলার বকেয়া ঋণ শোধ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। তাই এখন শ্রীলঙ্কান এয়ারলাইনসের অগ্রগতি দেখানো উচিত। তিনি আরও বলেন, একটি আকর্ষণীয় ব্যালেন্স শিটসহ শ্রীলঙ্কান এয়ারলাইনসকে আগামী ছয় মাসের মধ্যে পুনর্গঠিত করার পরিকল্পনা করছে সরকার।
নিমাল সিরিপালা আরও বলেন, এয়ারলাইনসের অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। পাশাপাশি আগামী ছয় মাসে কোম্পানিতে উল্লেখযোগ্য আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এ কারণে সংশ্লিষ্ট ইস্যুতে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রশাসনিক কর্মকর্তা ও ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে। লক্ষ্যমাত্রা অর্জিত না হলে প্রায় ৬ হাজার কর্মচারীর চাকরিতে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম অনুসারে, মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা আজ সোমবার শ্রীলঙ্কান এয়ারলাইনসের প্রশাসন ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বিশেষ আলোচনায় এসব কথা বলেন।
দীর্ঘ সময় ধরেই লাভ করতে পারছিল না শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন। তাই এটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির সরকার। কিন্তু প্রতিষ্ঠানটির ১২০ কোটি ডলারের দায় থাকায় কোনো পক্ষই কিনতে আগ্রহ দেখাচ্ছিল না। এই অবস্থায় ৫১ কোটি ডলারের দায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছে দেশটির সরকার।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজ ওয়্যার ও দ্য এডিশনের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ মার্চ শ্রীলঙ্কার মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ৫১ কোটি ডলারের দায় চলে যাবে সরকারের কাঁধে। সোজা ভাষায় বললে, কোনো ক্রেতা কিনতে চাইলে তাদের এই পরিমাণ দায় গ্রহণ করতে হবে না অথবা শ্রীলঙ্কা সরকার এই দায় পরিশোধ করে দেবে।
নিকট অতীতে পরিচালনাগত সমস্যায় সৃষ্ট যাত্রীদের গুরুতর অসুবিধার কারণে তীব্র সমালোচনার সম্মুখীন হয় শ্রীলঙ্কান এয়ারলাইনস। এরপর দেশটির প্রেসিডেন্টের প্রস্তাবের ভিত্তিতে সরকার ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে এয়ারলাইনসটির মোট ১২০ কোটি ডলার ঋণ থেকে ৫১ কোটি ডলার শোধ করার জন্য তহবিল বরাদ্দ দেয়।
এ বিষয়ে শ্রীলঙ্কার বিমান পরিবহন মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা বলেন, সরকার জাতীয় এয়ারলাইনসের ৫১ কোটি ডলার বকেয়া ঋণ শোধ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। তাই এখন শ্রীলঙ্কান এয়ারলাইনসের অগ্রগতি দেখানো উচিত। তিনি আরও বলেন, একটি আকর্ষণীয় ব্যালেন্স শিটসহ শ্রীলঙ্কান এয়ারলাইনসকে আগামী ছয় মাসের মধ্যে পুনর্গঠিত করার পরিকল্পনা করছে সরকার।
নিমাল সিরিপালা আরও বলেন, এয়ারলাইনসের অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। পাশাপাশি আগামী ছয় মাসে কোম্পানিতে উল্লেখযোগ্য আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এ কারণে সংশ্লিষ্ট ইস্যুতে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রশাসনিক কর্মকর্তা ও ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে। লক্ষ্যমাত্রা অর্জিত না হলে প্রায় ৬ হাজার কর্মচারীর চাকরিতে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম অনুসারে, মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা আজ সোমবার শ্রীলঙ্কান এয়ারলাইনসের প্রশাসন ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বিশেষ আলোচনায় এসব কথা বলেন।
থাইল্যান্ড ভ্রমণের সময় নিখোঁজ হওয়া ব্রিটিশ কিশোরী বেলা মে কুলি প্রায় ৪ হাজার মাইল দূরে জর্জিয়ার রাজধানী তিবলিসিতে গ্রেপ্তার হয়েছেন। ১৮ বছর বয়সী বেলার বিরুদ্ধে বিপুল পরিমাণ গাঁজা ও হাশিশ চোরাচালানের অভিযোগ আনা হয়েছে।
২৭ মিনিট আগেপাকিস্তানের কারাগারে বন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তাঁর দুই ছেলে সুলেমান খান ও কাসিম খান।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি সিরিয়ার দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আহ্বান জানিয়েছেন শারার প্রতি। এর আগের দিন অর্থাৎ গতকাল মঙ্গলবার ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে
২ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর দেশ গাজার ঘরবাড়ি ধ্বংস করছে মূলত স্থানীয় লোকজন, যাতে অঞ্চলটিতে না থাকতে পেরে বাধ্য হয়ে অন্য কোথাও চলে যায়। গতকাল মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির রুদ্ধদ্বার বৈঠকে আইনপ্রণেতাদের সামনে সাক্ষ্য দেওয়ার সময়...
৩ ঘণ্টা আগে