সংসদ নির্বাচন করা নিয়ে কী বললেন সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে গত ৯ সেপ্টেম্বর ম্যাচ শেষ করে পরদিন দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। তবে ঠিক কেন সাকিব দেশে ফিরেছিলেন, সেটা নিয়ে ধোঁয়াশা আছে। গুঞ্জন আছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এশিয়া কাপের মাঝে দেশে এসেছিলেন সাকিব।