Ajker Patrika

‘বাংলাদেশের স্বার্থের কথা চিন্তা করে তো শ্রীলঙ্কা খেলবে না’

ক্রীড়া ডেস্ক    
শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ ৬ উইকেটে হেরেছে। কিন্তু এবার লঙ্কানদেরই সমর্থন করতে হবে বাংলাদেশকে। ছবি: ক্রিকইনফো
শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ ৬ উইকেটে হেরেছে। কিন্তু এবার লঙ্কানদেরই সমর্থন করতে হবে বাংলাদেশকে। ছবি: ক্রিকইনফো

টুর্নামেন্টে টিকতে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে অবশ্যই জিততে হতো। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ গত রাতে ৮ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে। কিন্তু জেতার পরও স্বস্তিতে নেই তানজিদ তামিম-লিটন দাসরা। তাঁদের সুপার ফোরে ওঠার সুতো এখন শ্রীলঙ্কার হাতে।

‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা যে তীর্থের কাকের মতো এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবেন, সেটা না বললেও চলছে। কারণ, শ্রীলঙ্কা এই ম্যাচ জিতলে সমীকরণ ছাড়াই বাংলাদেশ উঠে যাবে সুপার ফোরে। যদি উল্টোটা হয় (আফগানিস্তানের জয়), তাহলে বাংলাদেশের স্বার্থের কথা চিন্তা করে লঙ্কানদের বিপক্ষে অনেক বড় ব্যবধানে জিততে হবে।

আবুধাবিতে গত রাতে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রাসেল আরনল্ড। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ওপর যে বাংলাদেশের ভাগ্য ঝুলছে, সেই প্রসঙ্গে লঙ্কান ধারাভাষ্যকার বলেন, ‘দেখুন, বাংলাদেশের কথা চিন্তা করে শ্রীলঙ্কা অবশ্যই খেলবে না। কীভাবে নিজেদের উন্নতি করা যায়, সেটাই তারা (শ্রীলঙ্কা) ভাববে এবং সেটা মাঠে প্রয়োগের চেষ্টা করবে। তারা জানে কীভাবে নিজেদের ভাগ্য বদলাতে হয়। এমনটা হলে উপকার হবে বাংলাদেশেরও।’

নেগেটিভ থেকে পজেটিভ নেট রানরেট পেতে বাংলাদেশকে গতকাল কমপক্ষে ২৩ রানের ব্যবধানে জিততে হতো আফগানদের বিপক্ষে। কিন্তু ১৯তম ওভারের দ্বিতীয় বলে রশিদ খান আউট হলে বাংলাদেশের সেই সমীকরণ নষ্ট হয়ে যায়। কারণ, ১৫৫ রানের লক্ষ্যে নেমে তখন আফগানিস্তানের স্কোর ১৮.২ ওভারে ৮ উইকেটে ১৩২ রান। বাংলাদেশের নেট রানরেটটা আরও কমে যায় শেষ ওভারে তাসকিন আহমেদের খরুচে বোলিংয়ে। ইনিংসের শেষ বলে নুর আহমদকে আউট করার আগে তাসকিন ১৩ রান দিয়েছেন।

রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন আরনল্ড। তাঁর মতে প্রথম দুই ম্যাচের চেয়ে লিটন-তানজিদ হাসান তামিমরা অনেক ভালো খেলেছেন। ম্যাচ শেষে সাংবাদিকদের লঙ্কান ধারাভাষ্যকার বলেন, ‘প্রথম দুই ম্যাচের চেয়ে তারা ভালো খেলেছে। ম্যাচে অনেক বাঁকবদল হয়েছে। সেই চাপটা ধরে রাখতে হতো তাদের। বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক ব্যাপার আছে এখানে। সুযোগ হারানোর জন্য হয়তো নিজেদের দায়ী করতে পারে। কিন্তু এখনো তাদের আশা বেঁচে আছে।’

বাংলাদেশ, শ্রীলঙ্কা দুই দলেরই পয়েন্ট ৪। কিন্তু পজেটিভ নেট রানরেটের (‍+১.৫৪৬) কারণে লঙ্কানরা শীর্ষে। দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.২৭০। তবে আফগানিস্তানের পয়েন্ট ২ হলেও তাদের নেট রানরেট গ্রুপে সবার চেয়ে বেশি। রশিদ খানের দলের নেট রানরেট ‍+২.১৫। গ্রুপের অপর দল হংকং কোনো ম্যাচ না জিতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত