ইউরোপা লিগে দেখে নিন কে কোন গ্রুপে
চ্যাম্পিয়নস লিগের একদিন পর আজ ইউরোপা লিগ ও উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের ড্র ঘোষণা করেছে উয়েফা। প্রথমবারের মতো ইউরোপা লিগে নেমে আসা ছয়বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী লিভারপুল ‘ই’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এলএএসকে, ইউনিয়ন সেঁত-গিলোইস ও তুলুজকে। বেশ সহজ গ্রুপেই পড়েছে অলরেডরা।