যুক্তরাষ্ট্রে বর্ণিল আয়োজনে দুর্গাপূজা উদ্যাপিত
কনকনে শীত উপেক্ষা করে দুদিনব্যাপী বর্ণিল আয়োজনে প্রথম দিন শনিবার সকাল থেকে পুরোহিত শুভেচ্ছা চক্রবর্তী ও শুভাগত চক্রবর্তী পূজারিদের নিয়ে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পালন করেছেন। এদিন সকাল থেকে ক্যানসাসের বিভিন্ন শহর থেকে শত শত পূজারি এনডেভার স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন সেন্টারে যোগ দেন।