উৎপাদনে এসেছে বিবিয়ানার ৫টি গ্যাসকূপ, কমতে পারে ভোগান্তি
হঠাৎ বন্ধ হয়ে যাওয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্রের আরও একটি গ্যাসকূপ উৎপাদনে এসেছে। ফলে বন্ধ থাকা ৬টি কূপের মধ্যে এখন ৫ টিতে গ্যাস উৎপাদন করা হচ্ছে। আশা করা হচ্ছে, দু’এক দিনের মধ্যে গ্যাসের ভোগান্তি কমে আসবে।