অজুর বিকল্প তায়াম্মুম
সালাত আদায়ের জন্য অজু ফরজ। অজু বিশুদ্ধ না হলে সালাত আদায় হয় না। অজুর ফরজ চারটি। তা হলো, পুরো মুখ ধোয়া, দুই হাত কনুই পর্যন্ত ধোয়া, মাথা মাসেহ করা এবং উভয় পা টাখনু পর্যন্ত ধোয়া। অজুর জন্য পানি আবশ্যক। তবে কেউ যদি এমন অবস্থায় থাকেন, যেখানে পানি পাওয়া কষ্টসাধ্য অথবা পানি ব্যবহার করলে রোগবৃদ্ধির আশঙ্কা আ