খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ভাঙাচোরা বাঁশের বেড়া আর জরাজীর্ণ ঢেউটিনের ঝুপড়িঘরে কেটেছে কৈশোর। ১৫ বছর পর উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর বদৌলতে মুক্ত বাতাস পেয়ে আবেগাপ্লুত দিনাজপুরের খানসামা উপজেলার আঁখি (২২)। ওই তরুণী উপজেলার ৩ নম্বর আংগারপাড়া ইউনিয়নের জমির চেয়ারম্যানপাড়ার ভ্যানচালক আলমের মেয়ে।
ওই তরুণীর পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, শিশু বয়স থেকেই সবার মতো দুরন্তপনায় মেতে ছিলেন আঁখি। কিন্তু তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় স্বাভাবিক হাঁটাচলায় সমস্যা দেখা যায় তাঁর। পরে ভ্যানচালক বাবা তাঁর চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন। কিন্তু অভাবের সংসারে তাঁর উন্নত চিকিৎসা সম্ভব হয়নি। একপর্যায়ে মায়ের মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত এই তরুণীর প্যারালাইজড অবস্থায় ১৫টি বছর কাটে বন্দী ঘরেই। তাঁর বাবা আর সৎমা বন্দী ঘরেই তাঁর খাওয়া-দাওয়া, গোসল ও প্রাকৃতিক কর্ম সম্পাদনের চেষ্টা চালান। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি প্রচার হওয়ার পরই খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের দৃষ্টিগোচর হয়।
এরপরে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার তাঁর খোঁজ নিতে ছুটে যান। এ সময় তাঁরা ওই তরুণীকে আর্থিক সহায়তা ও চলাচলের জন্য হুইলচেয়ার প্রদান করে। এই হুইলচেয়ারে মুক্ত বাতাসে বের হওয়ার সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন ওই তরুণী। এ সময় পরিবারের বসবাসের দুর্দশার কথা শুনে তাঁদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মমেন শাহ।
ওই তরুণীর বাবা আলম জানান, সংসার চালাতেই হিমশিম খেতে হয়। তাই মেয়ের চিকিৎসা ও ভরণপোষণ কষ্টসাধ্য। এই দুঃসময়ে উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর এই সহায়তা তাঁর পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ। তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, ‘বিষয়টি ফেসবুকে জানার পর বিবেকের তাড়নায় ছুটে এসেছি। জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশে সবাই যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করে সে জন্য স্থানীয় সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পরামর্শক্রমে আমরা কাজ করে যাচ্ছি।’
ইউএনও রাশিদা আক্তার বলেন, অসহায় এমন পরিবারের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। এই পরিবারের স্বাভাবিকভাবে বসবাসের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করে দেওয়া হবে।
ভাঙাচোরা বাঁশের বেড়া আর জরাজীর্ণ ঢেউটিনের ঝুপড়িঘরে কেটেছে কৈশোর। ১৫ বছর পর উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর বদৌলতে মুক্ত বাতাস পেয়ে আবেগাপ্লুত দিনাজপুরের খানসামা উপজেলার আঁখি (২২)। ওই তরুণী উপজেলার ৩ নম্বর আংগারপাড়া ইউনিয়নের জমির চেয়ারম্যানপাড়ার ভ্যানচালক আলমের মেয়ে।
ওই তরুণীর পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, শিশু বয়স থেকেই সবার মতো দুরন্তপনায় মেতে ছিলেন আঁখি। কিন্তু তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় স্বাভাবিক হাঁটাচলায় সমস্যা দেখা যায় তাঁর। পরে ভ্যানচালক বাবা তাঁর চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন। কিন্তু অভাবের সংসারে তাঁর উন্নত চিকিৎসা সম্ভব হয়নি। একপর্যায়ে মায়ের মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত এই তরুণীর প্যারালাইজড অবস্থায় ১৫টি বছর কাটে বন্দী ঘরেই। তাঁর বাবা আর সৎমা বন্দী ঘরেই তাঁর খাওয়া-দাওয়া, গোসল ও প্রাকৃতিক কর্ম সম্পাদনের চেষ্টা চালান। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি প্রচার হওয়ার পরই খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের দৃষ্টিগোচর হয়।
এরপরে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার তাঁর খোঁজ নিতে ছুটে যান। এ সময় তাঁরা ওই তরুণীকে আর্থিক সহায়তা ও চলাচলের জন্য হুইলচেয়ার প্রদান করে। এই হুইলচেয়ারে মুক্ত বাতাসে বের হওয়ার সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন ওই তরুণী। এ সময় পরিবারের বসবাসের দুর্দশার কথা শুনে তাঁদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মমেন শাহ।
ওই তরুণীর বাবা আলম জানান, সংসার চালাতেই হিমশিম খেতে হয়। তাই মেয়ের চিকিৎসা ও ভরণপোষণ কষ্টসাধ্য। এই দুঃসময়ে উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর এই সহায়তা তাঁর পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ। তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, ‘বিষয়টি ফেসবুকে জানার পর বিবেকের তাড়নায় ছুটে এসেছি। জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশে সবাই যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করে সে জন্য স্থানীয় সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পরামর্শক্রমে আমরা কাজ করে যাচ্ছি।’
ইউএনও রাশিদা আক্তার বলেন, অসহায় এমন পরিবারের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। এই পরিবারের স্বাভাবিকভাবে বসবাসের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করে দেওয়া হবে।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
৩৯ মিনিট আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
১ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১ ঘণ্টা আগে