স্বপ্নে বোনা রুহিলের রংতুলি
রঙিন কাগজ, চার্ট পেপার, গ্লিটার পেপার ও গোল্ডেন পেপারে আঠা লাগিয়ে তাতে রংতুলির আঁচড় দেওয়া হচ্ছে। সেই রঙিন কাগজে তৈরি হচ্ছে চিরকুট, ফটো অ্যালবাম, চিঠি সেট, উপহারের বাক্স ও স্ক্র্যাপ বুক। এসব কেউ কিনছেন প্রিয়জনের জন্মদিনে উপহার দিতে, কেউ বিবাহবার্ষিকী স্মরণ করে রাখতে, আবার কেউ কিনছেন ঘরের সৌন্দর্য বাড়