গরু বহনের গাড়িতে বাড়ি যাচ্ছে ঘরমুখী মানুষ
প্রতিদিন গরু নামিয়ে দিয়ে খালি গাড়ি নিয়ে ফিরেছেন। কিন্তু আজ ভিন্নভাবে যাচ্ছেন ইমরান। গরু নিয়ে আসা গাড়িতেই আবার মানুষ নিয়ে যাচ্ছেন। তার ছোট পিকআপে বসিয়েছেন ১৫ জন মানুষ। সিঙ্গাইর হয়ে মানিকগঞ্জ যাবেন। ভাড়া হাঁকাচ্ছেন ৩০০ করে। গাড়ি থামার কয়েক সেকেন্ডের মধ্যেই নারী, পুরুষ যাত্রীতে তাঁর গাড়ি পূর্ণ হয়ে গেল।