নামাজে ইমামের পেছনে কে দাঁড়াবেন?
নামাজের কাতারে ইমাম সাহেবের ঠিক পেছনে কে দাঁড়াবে—এ বিষয়ে ইসলামের স্পষ্ট নির্দেশনা রয়েছে। ইমামের সরাসরি পেছনে এমন কারও দাঁড়ানো উচিত, যিনি কোরআন-হাদিসের জ্ঞান রাখেন, প্রয়োজনে ইমামের কোনো সমস্যা হলে তিনি ইমামতি করতে পারেন।