রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার পৌরসভার হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা সৈয়্যদুল হক (৪৭) বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুঁইছড়ি গ্রামের মাওলা পাড়ার নওশা মিয়ার ছেলে ও রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলীখীল বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম।
অপর আহত হাফেজ মাওলানা আলী হোসেন (৪২) তিনি বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের শেখের খীল গ্রামের মৃত বজল আহমেদের ছেলে ও আইলীখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা শরিফ জামে মসজিদের পেশ ইমাম।
প্রত্যক্ষদর্শী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থল থেকে ১০ ফুট দূরে ছিলাম। আওয়াজ শুনে গিয়ে দেখি সিএনজি অটোরিকশা উল্টে খাদে, চালকসহ যাত্রীরা বের হলে তাদের হাসপাতালে পাঠাই। মোটরসাইকেলের দুই আরোহী অজ্ঞান অবস্থায় সড়কে পড়ে ছিলেন। একজন নড়ে উঠলে তাকে হাসপাতালে পাঠাই। আরেকজনের ঘটনাস্থলে মৃত্যু হয়।’
বার আউলিয়া আস্তানা শরিফ জামে মসজিদ কমিটির সম্পাদক মো ইউনুস মিয়া বলেন, ‘গত সোমবার রাতে তারাবির নামাজ শেষে মোটরসাইকেল যোগে দুই ইমাম বাঁশখালী বাড়িতে ইফতার সামগ্রী নিয়ে যান। সেখান থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় এক ইমাম মারা গেছেন।’
রাউজান থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। একজনকে মৃত অবস্থায় পেয়েছি, আরেকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ইমামের মৃত্যু হয়েছে, অপরজনও আশঙ্কাজনক।’
চট্টগ্রামের রাউজানে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার পৌরসভার হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা সৈয়্যদুল হক (৪৭) বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুঁইছড়ি গ্রামের মাওলা পাড়ার নওশা মিয়ার ছেলে ও রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলীখীল বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম।
অপর আহত হাফেজ মাওলানা আলী হোসেন (৪২) তিনি বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের শেখের খীল গ্রামের মৃত বজল আহমেদের ছেলে ও আইলীখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা শরিফ জামে মসজিদের পেশ ইমাম।
প্রত্যক্ষদর্শী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থল থেকে ১০ ফুট দূরে ছিলাম। আওয়াজ শুনে গিয়ে দেখি সিএনজি অটোরিকশা উল্টে খাদে, চালকসহ যাত্রীরা বের হলে তাদের হাসপাতালে পাঠাই। মোটরসাইকেলের দুই আরোহী অজ্ঞান অবস্থায় সড়কে পড়ে ছিলেন। একজন নড়ে উঠলে তাকে হাসপাতালে পাঠাই। আরেকজনের ঘটনাস্থলে মৃত্যু হয়।’
বার আউলিয়া আস্তানা শরিফ জামে মসজিদ কমিটির সম্পাদক মো ইউনুস মিয়া বলেন, ‘গত সোমবার রাতে তারাবির নামাজ শেষে মোটরসাইকেল যোগে দুই ইমাম বাঁশখালী বাড়িতে ইফতার সামগ্রী নিয়ে যান। সেখান থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় এক ইমাম মারা গেছেন।’
রাউজান থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। একজনকে মৃত অবস্থায় পেয়েছি, আরেকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ইমামের মৃত্যু হয়েছে, অপরজনও আশঙ্কাজনক।’
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৭ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৭ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৩ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৬ মিনিট আগে