শিকলে বাঁধা শিশু জুনায়েদের ‘জার্নি বাই প্লেন’
গোপালগঞ্জের পারইহাটি এখন সবারই চেনা গ্রাম। দূরদূরান্ত থেকে লোকজন সেই গ্রামের দিকে ছুটছেন, ইউটিউবার আর ভিডিওগ্রাফারদের ভিড় তো লেগেই আছে। সবাই আসছে এক শিশু ‘সুপারম্যান’কে দেখতে। জুনায়েদ মোল্লা নামের ১২ বছর বয়সী সেই শিশুর বাস সেই গ্রামে, যে পুরো বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থাকে কড়ে আঙুল দেখিয়ে উঠে বসেছ