Ajker Patrika

খালি পকেটে জাপান ঘুরে ক্ষমা চাইলেন ইউটিউবার

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ২০: ৫২
খালি পকেটে জাপান ঘুরে ক্ষমা চাইলেন ইউটিউবার

সাইপ্রাসের যুবক ফিদিয়াস পানায়িওতো ইউটিউবে তুমুল জনপ্রিয়। এই মাধ্যমে ২৪ লাখ ফলোয়ার আছে তাঁর। ইউটিউবে নিজেকে ‘পেশাদার ভুল করা ব্যক্তি’ হিসেবে পরিচয় দেন ফিদিয়াস। আরও সহজ করে বললে, প্রচলিত নিয়মকানুন ভঙ্গ করে কোনো উদ্দেশ্য হাসিল করার ভিডিও কনটেন্ট তৈরি করেন তিনি। সম্প্রতি এমনই একটি কনটেন্ট তৈরি করে জাপানিদের কাছে ক্ষমা চাইতে হলো এই ইউটিউবারকে। 

আজ বুধবার এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কোনো অর্থ খরচ না করেই জাপান ঘুরে বেড়ানো নিয়ে সম্প্রতি একটি ভিডিও কনটেন্ট তৈরি করেছিলেন ফিদিয়াস। এই ভিডিওতে দেখা যায়, তিনি চালাকি করে ট্রেনের ভাড়া ফাঁকি দিচ্ছেন, ফাইভ স্টার হোটেলে নাশতার বিল না দিয়েই ভাগছেন। 

ফিদিয়াসের ওই ভিডিওটি ইতিমধ্যে পাঁচ লাখের বেশি ভিউ হয়েছে। তবে বিষয়টি খেপিয়ে তুলেছে জাপানিদের। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন, জাপানের মাটিতে বিদেশিদের এমন প্র্যাঙ্ক ভিডিও নির্মাণের জন্য। এ ধরনের ইউটিউবারদের প্রবেশ জাপানে নিষিদ্ধ করারও প্রস্তাব করেছেন কেউ কেউ। 

এমন সমালোচনার মধ্যেই বোধোদয় হয়েছে ফিদিয়াসের। গতকাল মঙ্গলবার তিনি জাপানিদের কাছে ক্ষমা চেয়ে আরেকটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা গেছে, ‘হ্যালো সুন্দর মানুষেরা, আমি জাপানি জনগণের কাছে ক্ষমা চাইছি। তাদের বাজে অনুভূতি দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না।’ 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১০ হাজার ডলারের একটি বাজিতে জাপানে বিনা মূল্যে ঘুরে বেড়ানোর ভিডিওটি তৈরি করেছিলেন ফিদিয়াস। তাঁকে পর্যবেক্ষণের জন্য সঙ্গে ছিলেন আরও দুজন। ভিডিওতে দেখা যায়, জাপানের একাধিক বুলেট ট্রেনে টয়লেটে লুকিয়ে থেকে ভাড়া ফাঁকি দিয়েছেন তিনি। বাসের ভাড়া দেওয়ার জন্য অপরিচিত এক ব্যক্তির কাছে হাত পাতেন তিনি। তারপরও ৮০ ইয়েন কম থাকার কারণে চালক তাঁকে বাসের মধ্যে আটকে রাখেন এবং পুলিশ স্টেশনে নিয়ে যান। সেখানে পাঁচ ঘণ্টা আটক থাকার পর ছাড়া পান ফিদিয়াস। 

একপর্যায়ে নাশতা করার জন্য তিনি একটি হোটেলে প্রবেশ করেন। সেখানে নাশতা সেরে সবার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে আসতে কোনো সমস্যাই হয়নি বলে ভিডিওতে জানান। 

ভিডিও কখন তৈরি করা হয়েছে কিংবা ফিদিয়াস ও তাঁর সঙ্গীরা এখনো জাপানে অবস্থান করছেন কি না সেই বিষয়ে কিছু জানা যায়নি।

ফিদিয়াস ক্ষমা চাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক জাপানি মন্তব্য করেছেন—তিনি যদি সত্যিই অনুতপ্ত হন, তবে ভিডিওটি ইউটিউব থেকে মুছে দিয়ে তা প্রমাণ করা উচিত। গতকাল দুপুরের দিকে ফিদিয়াসের ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত