পাইকারি ও খুচরা কাপড় বিক্রির জন্য বিখ্যাত ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত চিকপেট বাজার। এর পাশেই একটি বাজার রয়েছে যেটি ‘চোর বাজার’ নামে স্থানীয়ভাবে পরিচিত। এ বাজারেই নিজ চ্যানেলের জন্য ভিডিও কনটেন্ট নির্মাণ করছিলেন ডাচ ইউটিউবার পেড্রো মোটা। কিন্তু শেষ পর্যন্ত এক দোকানির মারধরের শিকার হতে হয়েছে তাঁকে।
সোমবার ইন্ডিয়া টুডে ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি দুই মাস আগের। গতকাল রোববার সেটি প্রকাশ করেছে বেঙ্গালুরু পুলিশ। ওই ইউটিউবার বাজারটির বর্ণনা দিয়ে ভিডিওচিত্র নির্মাণ করছিলেন। এ সময়ই স্থানীয় এক দোকানি এসে তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে যান। ভিডিও করার প্রতিবাদ করেন। এক পর্যায়ে তাঁর হাত ধরে হুমকিধমকি দেন।
দোকানি পেড্রোর একটি হাত এমনভাবে আঁকড়ে ধরেন যে-হাতটি কিছুতেই ছাড়াতে পারছিলেন না। এ অবস্থায় পেড্রো বারবার হাত ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। দোকানিকে তিনি বলেন, ‘স্যার, দয়া করে আমার হাত ছেড়ে দেবেন প্লিজ।’
পরে অবশ্য মোচড় দিয়ে হাত ছাড়িয়ে নিতে সক্ষম হন পেড্রো এবং ঘটনাস্থল থেকে দ্রুত কেটে পড়েন। ঘটনার পরপরই ভারত ত্যাগ করেন পেড্রো।
ঘটনাটির ভিডিওচিত্র এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে, ‘ভারতের চোরের বাজারে আক্রমণের শিকার’।
পুলিশ জানিয়েছে নবাব হায়াত শরিফ নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। শহর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। যে ব্যক্তি বিদেশিকে হেনস্তা করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পাইকারি ও খুচরা কাপড় বিক্রির জন্য বিখ্যাত ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত চিকপেট বাজার। এর পাশেই একটি বাজার রয়েছে যেটি ‘চোর বাজার’ নামে স্থানীয়ভাবে পরিচিত। এ বাজারেই নিজ চ্যানেলের জন্য ভিডিও কনটেন্ট নির্মাণ করছিলেন ডাচ ইউটিউবার পেড্রো মোটা। কিন্তু শেষ পর্যন্ত এক দোকানির মারধরের শিকার হতে হয়েছে তাঁকে।
সোমবার ইন্ডিয়া টুডে ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি দুই মাস আগের। গতকাল রোববার সেটি প্রকাশ করেছে বেঙ্গালুরু পুলিশ। ওই ইউটিউবার বাজারটির বর্ণনা দিয়ে ভিডিওচিত্র নির্মাণ করছিলেন। এ সময়ই স্থানীয় এক দোকানি এসে তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে যান। ভিডিও করার প্রতিবাদ করেন। এক পর্যায়ে তাঁর হাত ধরে হুমকিধমকি দেন।
দোকানি পেড্রোর একটি হাত এমনভাবে আঁকড়ে ধরেন যে-হাতটি কিছুতেই ছাড়াতে পারছিলেন না। এ অবস্থায় পেড্রো বারবার হাত ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। দোকানিকে তিনি বলেন, ‘স্যার, দয়া করে আমার হাত ছেড়ে দেবেন প্লিজ।’
পরে অবশ্য মোচড় দিয়ে হাত ছাড়িয়ে নিতে সক্ষম হন পেড্রো এবং ঘটনাস্থল থেকে দ্রুত কেটে পড়েন। ঘটনার পরপরই ভারত ত্যাগ করেন পেড্রো।
ঘটনাটির ভিডিওচিত্র এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে, ‘ভারতের চোরের বাজারে আক্রমণের শিকার’।
পুলিশ জানিয়েছে নবাব হায়াত শরিফ নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। শহর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। যে ব্যক্তি বিদেশিকে হেনস্তা করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ মিনিট আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৯ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১০ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১২ ঘণ্টা আগে