অশ্বিনের ঘটনায় বিশ্বকাপ জেতা নিয়ে মরগানকে খোঁচা দিলেন শেবাগ
গত বুধবার কলকাতা নাইট রাইডার্স আর দিল্লি ক্যাপিটালস ম্যাচের ঘটনা। কলকাতার ফিল্ডার রাহুল ত্রিপাঠির করা থ্রো এসে দিল্লি ব্যাটসম্যান ঋষভ পন্ত গায়ে লেগে দিক পরিবর্তন করে। সেখান থেকে আরেকটা রান নেন পন্ত ও ক্রিজে থাকা তাঁর সঙ্গী রবিচন্দ্রন অশ্বিন। কলকাতার উইকেটকিপার দিনেশ কার্তিক জানিয়েছিলেন, রান নেওয়ার জ