ব্রাজিল ও ইতালির শেষ আট আজ
আন্তর্জাতিক ফুটবলে উদীয়মান তারকাদের উঠে আসার মঞ্চ বলা হয় অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপকে। ম্যারাডোনা থেকে মেসি, ফিগো থেকে রুই কস্তা, ইনিয়েস্তা থেকে জাভি, রোনালদিনহো থেকে দানি আলভেজ—ফুটবলের আন্তর্জাতিক মঞ্চে ফুল হয়ে ফোটার আগে ‘কুড়ি’ হয়েই তাঁরা ধরা দিয়েছিলেন যুব বিশ্বকাপে। এবার এ টুর্নামেন্টের নতুন আবিষ্ক