৫ আসামিকে কল্যাণকর কাজের শর্তে প্রবেশন
প্রতিবন্ধী ব্যক্তিকে পরিচর্যা, বিধবাকে সহায়তা ও বাল্যবিবাহ রোধে কাজ করার অঙ্গীকারসহ নানা শর্তে পাঁচ আসামিকে প্রবেশনে মুক্তির আদেশ দিয়েছেন আদালত। তাঁরা পৃথক চার মামলার আসামি। গত রোববার যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস মামলাগুলোর রায়ে এ আদেশ দেন।