Ajker Patrika

৫ আসামিকে কল্যাণকর কাজের শর্তে প্রবেশন

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১২: ৪২
৫ আসামিকে কল্যাণকর কাজের শর্তে প্রবেশন

প্রতিবন্ধী ব্যক্তিকে পরিচর্যা, বিধবাকে সহায়তা ও বাল্যবিবাহ রোধে কাজ করার অঙ্গীকারসহ নানা শর্তে পাঁচ আসামিকে প্রবেশনে মুক্তির আদেশ দিয়েছেন আদালত। তাঁরা পৃথক চার মামলার আসামি। গত রোববার যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস মামলাগুলোর রায়ে এ আদেশ দেন।

প্রত্যেক আসামিকে শর্ত মেনে প্রবেশন কর্মকর্তার অধীন থেকে বাড়িতেই সাজা ভোগ করতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) লতিফা ইয়াসমিন ও ভীমসেন দাস।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৪ নভেম্বর চাঁচড়া রায়পাড়া রেলস্টেশন মাদ্রাসা এলাকার রানা শেখকে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক মামলায় আদালত আট শর্তে এক বছরের সাজা দিয়ে প্রবেশনে মুক্তি দেন। শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রবেশনকালীন আসামির নিজ এলাকার উপার্জনে অক্ষম একজন প্রতিবন্ধীকে পরিচর্যা ও আহারের ব্যবস্থা করতে হবে।

অপরদিকে ২০০৫ সালের ৫ জুলাই শহরের টালিখোলা এলাকা থেকে ১৭ বোতল ফেনসিডিলসহ আটক মাসুদ রানাকে আদালত এক বছরের কারাদণ্ডের পরিবর্তে আট শর্তে প্রবেশনে মুক্তি দেন। উল্লেখযোগ্য শর্ত হলো তাঁর এলাকার একজন সন্তানহীন অসচ্ছল বিধবাকে প্রতি মাসে ১৫০ টাকা করে দিতে হবে এবং নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।

এদিকে ২০১১ সালের ১২ নভেম্বর চৌগাছা উপজেলার জগন্নাথপুর পূর্বপাড়ার শুকুর আলী ও তাঁর স্ত্রী রুবিয়া বেগম নিজ বাড়ি থেকে ১১ বোতল ফেনসিডিলসহ আটক মামলায় আদালত তাঁদের সাতটি শর্তে মুক্তির আদেশ দেন। উল্লেখযোগ্য শর্তগুলো হলো প্রবেশনকালে এলাকার একজন পথশিশুর পরিচর্যা করতে হবে।

এ ছাড়া আসামি সাধনা দাসকে আদালত সাত শর্তে মুক্তির আদেশ দেন। উল্লেখযোগ্য শর্ত হলো তাঁকে সাক্ষরজ্ঞান অর্জন করতে হবে।

এ ছাড়া সব আসামির প্রবেশনে মুক্তির অন্য শর্তগুলোর মধ্যে রয়েছে প্রবেশনকালে কর্মকর্তার অধীন থাকতে হবে। সৎ ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে হবে। তাঁরা দেশত্যাগ করতে পারবেন না ও ট্রাইব্যুনাল তলব করলে যথাসময়ে হাজির হতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত