Ajker Patrika

ব্যান্ডেজের ভেতরে মোবাইলের খনি

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১২: ৫০
ব্যান্ডেজের ভেতরে মোবাইলের খনি

বেনাপোল স্থলবন্দরে হাতে ব্যান্ডেজ লাগানো এক যাত্রীর শরীর তল্লাশির পর হাতের ব্যান্ডেজের ভেতর পাওয়া গেছে ১৫টি ভারতীয় মোবাইল ফোন।

গতকাল সোমবার দুপুরে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে ভারত ফেরত যাত্রী চট্টগ্রামের সানাউল্লার কাছ থেকে এসব মোবাইল জব্দ করে কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা।

কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা জানান, এক যাত্রীর হাতে ব্যান্ডেজ লাগানো। শরীরে ক্লান্তির ভাঁজ। তাই সহানুভূতি দেখিয়ে তাঁকে দ্রুত কাস্টমস পারাপারে সহযোগিতা করে সবাই। তবে কাস্টমস পার হয়েই পাল্টে যায় যাত্রীর চলাফেরা ও আচরণ।

এতে সন্দেহ হয় কাস্টমসের গোয়েন্দা সদস্য আমিরুল ও তাঁর সহকর্মীর। যাত্রীকে দাঁড়াতে বললে তিনি পালাতে চেষ্টা করেন। পরে তাঁকে ধরাশায়ী করে শরীর তল্লাশি করে হাতের ব্যান্ডেজ খুলতেই বেরিয়ে আসে ১৫টি মোবাইল সেট। যা ভারত থেকে অবৈধভাবে কেনা হয়েছিল। পাসপোর্টধারী সানাউল্লাহর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস সুপার আব্দুস ছালাম জানান, ওই যাত্রী ভারত থেকে ফিরে বেনাপোল কাস্টমস স্কানিংয়ে তাঁর ব্যাগ পরীক্ষা করে বেরিয়ে যায়। তার ব্যাগে কোনো অবৈধ পণ্য ছিল না।

তবে বাইরে বের হওয়ার পথে যাত্রীর হাতে ব্যান্ডেজ লাগানো দেখে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। পরে শরীর তল্লাশি করে ১৫টি অবৈধ মোবাইল জব্দ করা হয়েছে। সে কাস্টমসের নজর এড়াতে ব্যাগে মোবাইল না রেখে অসুস্থতার নাটক করে হাতে ব্যান্ডেজ লাগিয়ে মোবাইল দেশে নিয়ে আসছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত