Ajker Patrika

৫৭ ইউপিতে ভোটের আমেজ

যশোর প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৩: ০৬
৫৭ ইউপিতে ভোটের আমেজ

ঝিকরগাছা ও চৌগাছার পর এবার তৃতীয় ধাপে যশোরের তিন উপজেলার ৩৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আগামী ২৮ নভেম্বর শার্শার ১০ ইউপিতে, মনিরামপুরের ১৬ টিতে এবং বাঘারপাড়ার ৯ ইউপিতে ভোট হবে। এর মধ্যে বাঘারপাড়ার রায়পুরে ভোট হবে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএম)।

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। পরে ইসির ওয়েবসাইটে এই পরিপত্র প্রকাশ করা হয়। এই ধাপে সারা দেশের ১ হাজার ৭টি ইউপিতে নির্বাচন হবে।

এ ছাড়া ঝিকরগাছা ও চৌগাছায় ২২টি ইউনিয়ন পরিষদের ভোট হবে ১১ নভেম্বর। সব মিলিয়ে নভেম্বরে দুই ধাপে ৫৭টি ইউপিতে নির্বাচন হবে।

জেলার আট উপজেলার মধ্যে পাঁচটির ইউপিতেই নির্বাচনের তারিখ ঘোষণা করায় উৎসবের আমেজ শুরু হয়েছে এসব এলাকার শহর থেকে পাড়া–মহল্লায়। এ ছাড়া অভয়নগরের আট ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে ইতিমধ্যে ৬২ জন আবেদন জানিয়েছেন। ফলে প্রায় পুরো জেলা জুড়েই বইছে নির্বাচনী হাওয়া।

তৃতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র যাচাই–বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

শার্শার বেনাপোল ছাড়া বাকি ১০ ইউনিয়ন পরিষদে ভোট হবে। এর মধ্যে রয়েছে ডিহি, লক্ষণপুর, বাহাদুরপুর, পুটখালী, গোগা, কায়বা, বাগআঁচড়া, উলাশী, শার্শা ও নিজামপুর।

মনিরামপুরের ১৭ ইউপির মধ্যে হরিহরনগর ছাড়া বাকি ১৬ টিতে ভোট হবে। এগুলো হলো রোহিতা, কাশিমনগর, ভোজগাতী, ঢাকুরিয়া, হরিদাসকাটি, মনিরামপুর, খেদাপাড়া, ঝাঁপা, মশ্বিমনগর, চালুয়াহাটি, শ্যামকুড়, খাঁনপুর, দূর্বাডাঙা, কুলটিয়া, নেহালপুর ও মনোহরপুর।

বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের সবগুলোতেই ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। এসব ইউপির মধ্যে রয়েছে জহরপুর, বনদবিলা, রায়পুর, নারিকেলবাড়িয়া, ধলগ্রাম, দোহাকুলা, দরাজহাট, বাসুয়াড়ী ও জামদিয়া। এর মধ্যে রায়পুর ইউনিয়নে ইভিএমে ভোট হবে।

এ দিকে যশোরের দ্বিতীয় ধাপে দুই উপজেলা ঝিকরগাছা ও চৌগাছার ১১টি করে ২২টি ইউপিতে ১১ নভেম্বর ভোট হবে। ইতিমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নৌকার প্রার্থী ঘোষণা করেছে। তবে বিএনপি এবং অন্যান্য দল এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। যদিও নৌকা প্রতীক না পেয়ে অনেকেই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

ঝিকরগাছার গঙ্গানন্দপুর, মাগুরা, শিমুল, গদখালী, পানিসারা, ঝিকরগাছা, নাভারণ, নির্বাসখোলা, হাজিরবাগ, শংকরপুর ও বাঁকড়ায় দ্বিতীয় ধাপের ভোট হবে।

এ ছাড়া চৌগাছার ফুলসারা, পাশাপোল, সিংহঝুলি, ধুলিয়ানী, চৌগাছা, জগদীশপুর, পাতিবিলা, হাকিমপুর, স্বরূপদাহ, নারায়ণপুর ও সুখপুকুরিয়াতেও ১১ নভেম্বরের ভোট ঘিরে চলছে প্রার্থীদের দৌড়–ঝাঁপ।

দ্বিতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী এসব ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২০ অক্টোবর মনোনয়নপত্র যাচাই–বাছাই করা হবে, প্রত্যাহার করা যাবে ২৬ অক্টোবর পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর।

যশোর জেলায় সদরসহ মোট আটটি উপজেলা রয়েছে। এর মধ্যে বাকি থাকছে সদর উপজেলা, অভয়নগর ও কেশবপুরের ইউনিয়ন পরিষদগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত