সিংহের মতো গর্জন তুলে আসছেন বিজয়
তামিল সিনেমার অ্যাকশন হিরো থালাপতি বিজয় এবার আসছেন সিংহের বেশে। ‘বিগিল’, ‘মাস্টার’, ‘বিস্ট’, ‘ভারিসু’—গত পাঁচ বছরে চারটি সিনেমা উপহার দিয়েছেন তিনি। সবই সুপারহিট। এ বছর তাঁর দ্বিতীয় সিনেমা ‘লিও’ ভারতসহ বিশ্বের অনেক দেশে আজ মুক্তি পাচ্ছে। কেমন ব্যবসা করবে লিও, হলে আসার আগেই তার একটা ধারণা পাওয়া গেছে।