প্রান্তিক মানুষের গল্প ‘সাঁতাও’
আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন নিয়ে নির্মিত সিনেমা ‘সাঁতাও’। বানিয়েছেন খন্দকার সুমন। গণ-অর্থায়নে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। কৃষকের সংগ্রামী জীবন এবং প্রান্তিক পটভূমিতে নারীর সার্বজনীন সংগ্রামকে কেন্দ্র করে ‘সাঁতাও’র গল্