Ajker Patrika

জেটশেন হলো চ্যাম্পিয়ন

জেটশেন হলো চ্যাম্পিয়ন

জি টিভির সারেগামাপা লিটল চ্যাম্প রিয়েলিটি শো থেকেই জেটশেন দোহনা লামার উত্থান। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় তার পরিচিতি বেড়েছে। খুবই আস্তে-ধীরে, শান্ত গলায় কথা বললেও জেটশেন যখন গান গায়, থমকে যায় সবাই। এ যেন পুরোদস্তুর রকস্টার! জেটশেনের গান শুনে বিচারকেরা তো মুগ্ধ হয়েছেনই, সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভাইরাল হয়েছে তার গান। দর্শকেরা তাই আগে থেকেই ধরে নিয়েছিলেন এবারের সারেগামাপা লিটল চ্যাম্পিয়ন হবে জেটশেন।

অবশেষে সেটাই সত্যি হলো। ‘সারেগামাপা লিটল চ্যাম্প সিজন ৯’-এর বিজয়ী হলো সিকিমের এই আশ্চর্য প্রতিভা। চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার হিসেবে ১০ লাখ রুপির প্রাইজমানি পেয়েছে জেটশেন। এবারের আসরে প্রথম রানারআপ হয়েছে হর্ষ সিকান্দার, আর দ্বিতীয় রানারআপ দানেশ্বরী গাদগে। রোববার রাতে জি টিভিতে ‘সারেগামাপা লিটল চ্যাম্প সিজন ৯’-এর ফাইনাল পর্ব প্রচার হয়। বিচারকের আসনে ছিলেন গায়ক শঙ্কর মহাদেবন, নীতি মোহন ও সুরকার আনু মালিক। চূড়ান্ত পর্বে ‘রূপ তেরা মাস্তানা’ ও ‘বেত্তমিজ দিল’ গান দুটি গেয়ে শোনায় জেটশেন।

জেটশেনের বয়স মাত্র ৯ বছর। তিন বছর বয়স থেকে গান শিখছে সে। বিজয়ী হওয়ার পর জেটশেন বলেছে, ‘আমার ক্ষেত্রে বিষয়টা স্বপ্নপূরণ হওয়ার মতো।’ ১০ লাখ রুপির প্রাইজমানি দিয়ে কী করতে চায় জেটশেন, জবাবে সে বলেছে, ‘প্রথমে আমি সিকিমে গিয়ে পড়াশোনা শেষ করতে চাই। সঙ্গে গান গাওয়াও চালিয়ে যেতে হবে। এ ছাড়া একটি কুকুরছানা কেনার ইচ্ছা আছে। বাড়িতে একটি সুইমিংপুলও করতে চাই।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

‎ডিভোর্সের পরও জোর করে রাতযাপন, বর্তমান স্বামীকে নিয়ে প্রাক্তন স্বামীকে হত্যা ‎

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

নিজের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি কলেজশিক্ষকের

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ‘সন্ত্রাসী খেল’ ফাঁস করে দিলেন জঙ্গিগোষ্ঠী জইশের সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত