Ajker Patrika

সাইমন-মৌর প্রেমকাব্য

সাইমন-মৌর প্রেমকাব্য

সাংগঠনিক কর্মকাণ্ড আর সিনেমার শুটিং—দুইয়ে মিলে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক সাইমন সাদিক। সম্প্রতি নাম লেখালেন আরও এক সিনেমায়। ‘প্রেমকাব্য’ নামের সিনেমাটি বানাবেন রাজু আহমেদ। এতে প্রথমবারের মতো সাইমন সাদিকের সঙ্গে দেখা যাবে মৌ খানকে। ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় মৌর। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ‘বাহাদুরি’, ‘অমানুষ হলো মানুষ’ ‘বাংলার হারকিউলিস’সহ বেশ কয়েকটি সিনেমা।

প্রেমকাব্য নিয়ে সাইমন বলেন, ‘মৌর সঙ্গে আগে অভিনয় করা হয়নি, কিন্তু আমাদের পরিচয় আগে থেকেই। তাই কাজ করতে অসুবিধা হওয়ার কথা নয়। “প্রেমকাব্য” একটি নিটোল প্রেমের গল্প। দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’

মৌ খান বলেন, ‘সাইমন ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আশা করছি, জুটি হিসেবে আমাদের দর্শক পছন্দ করবেন। গল্পটা দারুণ! এই সিনেমায় আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এবারই প্রথম কোনো দ্বৈত চরিত্রে অভিনয় করছি আমি। দুটি চরিত্রই বেশ চ্যালেঞ্জিং। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী।’

নির্মাতা জানান, আসছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নেত্রকোনায় সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হবে। এরপর বিরতি নিয়ে এপ্রিলে লন্ডনসহ ইউরোপের চারটি দেশে হবে দ্বিতীয় ধাপের কিছু দৃশ্য ও তিনটি গানের শুটিং। দেশে ফিরে বাকি অংশের কাজ শেষ হবে। একটানা কাজ শেষ করে চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা নির্মাতার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎ডিভোর্সের পরও জোর করে রাতযাপন, বর্তমান স্বামীকে নিয়ে প্রাক্তন স্বামীকে হত্যা ‎

৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ‘সন্ত্রাসী খেল’ ফাঁস করে দিলেন জঙ্গিগোষ্ঠী জইশের সদস্য

নিজের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি কলেজশিক্ষকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত