নতুন ১০ গান নিয়ে আসছেন মনির খান
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বদলে গেছে বাংলাদেশের গানের ধারা, বদলে গেছে গান প্রকাশের ধরনটাও। আগে যেমন ক্যাসেট বা সিডিতে অহরহই শোনা যেত মনির খানের গান, এখন আর তেমনটা শোনা যায় না। তবে স্মার্ট ফোন বা কম্পিউটারের সুবাদে যাঁরা ঘুরে বেড়ান অনলাইনের দুনিয়ায়, তাঁরা অনেকেই এখনো শুনতে পান মনির খানকে।