Ajker Patrika

নতুন ১০ গান নিয়ে আসছেন মনির খান

নতুন ১০ গান নিয়ে আসছেন মনির খান

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বদলে গেছে বাংলাদেশের গানের ধারা, বদলে গেছে গান প্রকাশের ধরনটাও। আগে যেমন ক্যাসেট বা সিডিতে অহরহই শোনা যেত মনির খানের গান, এখন আর তেমনটা শোনা যায় না। তবে স্মার্ট ফোন বা কম্পিউটারের সুবাদে যাঁরা ঘুরে বেড়ান অনলাইনের দুনিয়ায়, তাঁরা অনেকেই এখনো শুনতে পান মনির খানকে। ফেসবুকে তো বটেই, ইউটিউবে এমকে মিউজিক টোয়েন্টিফোর নামে একটি চ্যানেল রয়েছে তাঁর। সেখানেই নিয়ম করে গান প্রকাশ করেন মনির খান। এবারের ঈদেও তিনি প্রকাশ করছেন নতুন ১০টি গান। আজ সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি হোটেলে রয়েছে সেই ১০ গানের প্রকাশনা উৎসব।

নতুন গানগুলো প্রসঙ্গে জানতে চাইলে মনির খান বলেন, ‘দশটি গানের পাঁচটি মিলটন শিকদার এবং পাঁচটি লিখেছেন মিলটন খন্দকার। সব গানের মিউজিক কম্পোজিশন করেছেন কলকাতার রকেট মন্ডল। দুটি ডুয়েট গান রয়েছে। গান দুটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন লিজা আফরোজ নামের নতুন একজন কণ্ঠশিল্পী।’

এরই মধ্যে দশটি গানের ভিডিওর শুটিং শেষে মিউজিক ভিডিও তৈরি হয়েছে। আটটি গানের শুটিং হয়েছে থাইল্যান্ডে, দুটি গানের শুটিং বাংলাদেশে। গানগুলো রোমান্টিক ও স্যাড রোমান্টিক ধাঁচের। মনির খান বলেন, ‘সচেতনভাবেই আমার গানের ধরনটা বদল না করার চেষ্টা করেছি। যেন মানুষ আমার গানে সব সময় একই মনির খানকে খুঁজে পান। এবারও তা-ই হয়েছে। আমার যাঁরা ভক্ত, যাঁরা আমার গান ভালোবাসেন, তাঁরা এবারও আমাকে আগের মতোই শুনতে পাবেন, আগের মতোই কাছে পাবেন।’

১০টি গানের মাঝে কয়েকটা গানের শিরোনাম ‘কী বাঁধনে বেঁধেছ আমায়’, ‘মনের মাঝারে’, ‘তোমাকে ভালোবেসে’, ‘কাঁদতে এত যে সুখ’, ‘দেখা হলো তোমারই সাথে’, ‘হাসনাহেনা ফুলের সুবাসে’ ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো ৬ মাসের আগেই চূড়ান্ত করার আশ্বাস

১২ জেলায় বন্যার শঙ্কা, বৃষ্টি থাকবে কত দিন—জানাল আবহাওয়া অফিস

পদ্মা সেতু এলাকায় বসছে সোলার প্যানেল, ২৩ কোটি টাকার কাজ পেল ওমেরা

পাকিস্তানের জাতীয় সংগীতের সময় বাজল উৎসবের গান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত