Ajker Patrika

টফিতে হিল্লোলের ফুড সিরিজ

টফিতে হিল্লোলের ফুড সিরিজ

দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোয় সাধারণত দুই ধরনের কনটেন্ট দেখা যায়—সিনেমা ও সিরিজ। এর বাইরে ভিন্ন ধরনের কনটেন্ট খুব বেশি পাওয়া যায় না। তবে টফি এ ক্ষেত্রে ব্যতিক্রম। একগুচ্ছ নন-ফিকশন শো স্থান পেয়েছে প্ল্যাটফর্মটির প্লে লিস্টে। এ তালিকায় নতুন সংযোজন ফুড সিরিজ ‘রমজানের স্বাদ উইথ আদনান’।

খাবারের জন্য জনপ্রিয়তা পেয়েছে ঢাকা শহরের এমন কিছু স্থান ও রেস্তোরাঁয় গিয়ে ইফতার ও সাহ্‌রির আয়োজন দেখানো হচ্ছে এই অনুষ্ঠানে। শোটি তৈরি ও উপস্থাপনা করছেন অভিনেতা আদনান ফারুক হিল্লোল।

প্রায় সাত বছর ধরে খাবার নিয়ে কাজ করছেন হিল্লোল। দেশ-বিদেশের পরিচিত-অপরিচিত রেস্তোরাঁয় গিয়ে সেখানকার খাবারের স্বাদ পর্যবেক্ষণ করেন তিনি, সেই খাবার সম্পর্কে জানান দর্শকদের। ডকুমেন্টারির আদলে তৈরি সেসব ভিডিও আপলোড করেন ‘আদনান ফারুক’ নামের ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিতে এ ধরনের প্রায় সাড়ে ছয় শ ভিডিও প্রকাশ করেছেন হিল্লোল। খাবারের খোঁজে চষে বেড়িয়েছেন দেশের অনেক জেলা শহর। গিয়েছেন কলকাতা, দুবাই, নিউইয়র্কসহ বিদেশের অনেক শহরে। তাঁর ফুড ডকুমেন্টারির দর্শকও অনেক। প্রতিটি ভিডিও লাখ লাখ মানুষ উপভোগ করেন। হিল্লোলের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এখন প্রায় সাড়ে সাত লাখ।

তবে হিল্লোল জানালেন, ‘রমজানের স্বাদ উইথ আদনান’ অনুষ্ঠানে যে ভিডিওগুলো তিনি প্রকাশ করছেন, সেগুলো তাঁর ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে না। শুধু টফিতেই দেখা যাবে। তিনি বলেন, ‘অনেকটা হুট করেই এ সিদ্ধান্ত নেওয়া। টফির সঙ্গে মাত্র ১০ মিনিটের মিটিংয়ে আমরা এ শোয়ের পরিকল্পনা করেছিলাম। রমজান উপলক্ষে প্রতিদিন ইফতার ও সাহ্‌রির ভিডিও প্রকাশ করা হচ্ছে।’ তবে ঈদের পরেও এ প্ল্যাটফর্মে হিল্লোলের ফুড সিরিজ দেখা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো ৬ মাসের আগেই চূড়ান্ত করার আশ্বাস

১২ জেলায় বন্যার শঙ্কা, বৃষ্টি থাকবে কত দিন—জানাল আবহাওয়া অফিস

পদ্মা সেতু এলাকায় বসছে সোলার প্যানেল, ২৩ কোটি টাকার কাজ পেল ওমেরা

পাকিস্তানের জাতীয় সংগীতের সময় বাজল উৎসবের গান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত