ধর্মঘটের সমর্থনে দুই মাস শুটিং স্থগিত করলেন ব্র্যাড পিট
‘গ্র্যান্ড প্রিক্স’, ‘লা ম্যানস’, ‘ডেজ অব থান্ডার’, ‘ফোর্ড ভার্সাস ফেরারি’সহ হলিউডে বেশ কিছু সিনেমা তৈরি হয়েছে কার রেসিং নিয়ে। ব্র্যাড পিটও একটি সিনেমা করছেন ফর্মুলা ওয়ান কার রেসিং নিয়ে। জোসেফ কসিনস্কি পরিচালিত সিনেমাটির প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘অ্যাপেক্স’।